শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০২:৩৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন কুরআনে হাফেজ বাবার ক্যান্সার আক্রান্ত এতিম শিশুটির পাশে দাঁড়ান!

ওমর শাহ : শিশুটির নাম হুমায়রা বিনতে ফারুক জুবায়দা । মেয়েটির বাবা ছিলেন একজন আলেম, হাফেজ ও মুফতী। সম্প্রতি ছোট্ট ছোট্ট তিনটি সন্তান ও তাদের জননীকে রেখেই পাড়ি দিয়েছেন ওপাড়ে। মাওলার ডাকে। এখন একমাত্র আল্লাহ ছাড়া তাদের অভিভাবক বলতে আর কেউ নেই। নেই উপার্জনের কোনো মাধ্যম। এরই মধ্যে তাঁর শিশু-সন্তান হুমায়রা ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। হুমায়রা ও জন্মের আগেই পিতৃহারা জুয়াইরিয়ার জীবনে [বর্তমান বয়স ২ মাস] নেমে এসেছে ঘোর অমানিশা। অভিভাবকশূন্য হুমায়রার চিকিৎসা করার মতোও কেউ নেই।

অনেকদিনের জ্বর এবং কাঁশি নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তির পর হুমায়রার শরীরে লিনফোমা ক্যান্সার ধরা পড়ে। সেখানকার বিশেষ ওয়ার্ডে চারদিন থাকাকালে পাঁচটি শিশু মারা যায়। এরপর সেখান থেকে বিএসএমএম [পিজি হাসপাতাল]-এ প্রফেসর আনোয়ারুল করীমের তত্ত্বাবধানে হুমায়রার চিকিৎসা চলছে।

এরকম রোগের চিকিৎসা ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও কষ্টদায়ক। পিতৃহারা হুমায়রার আলেমা মায়ের পক্ষে [তারও পিতা বেঁচে নেই] ন্যুনতম অর্থ সংস্থানের কোনো উপায় নেই৷
এরকম একটি বিপর্যস্ত পরিবারের পাশে আমরা মানবিক দরদে এগিয়ে এলে মহান আল্লাহর রহমতে পিতৃহারা হুমায়রা হয়তো চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরতে পারবে।
পবিত্র কুরআনুল কারীমে এতিমদের ব্যাপারে স্নেহশীল এবং দায়িত্ববান হবার জন্য জোর নির্দেশনা এসেছে। আমরা জানি পিতৃহারা বিবি মারইয়াম [আঃ] এর লালনপালনের ব্যাপারে আল্লাহর নবী হজরত জাকারিয়া আলাইহিস সালাম সরাসরি প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিলেন।

মানবতার মুক্তিদূত হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতিমদের পাশে দাঁড়াতে উৎসাহ প্রদান এবং এর প্রতিদানে উভয়জাহানে প্রভূত কল্যাণের কথা বলেছেন।

এই ক'দিনে হুমায়রা অনেক দুর্বল হয়ে গেছে৷ রক্তশূন্যতায় ফ্যাকাশে হয়ে গেছে শরীর৷ নানারকম টেস্টের জন্য বারবার শরীর থেকে রক্ত টানা, ইনজেকশন দেয়া, পাওয়ারফুল ওষুধ প্রয়োগের ধকল হুমায়রার ছোট্ট দুর্বল শরীর নিতে পারছে না৷ ক্যান্সার আক্রান্ত হুমায়রার চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থের৷ এরকম বিপন্ন, অসহায় এবং এতিম হুমায়রার পাশে দাড়িয়ে দ্বীনি, ঈমানী এবং মানবিক কাজে এগিয়ে আসি৷ আল্লাহ আমাদেরকে এই এতিম শিশুর পাশে সাধ্যমতো দাড়ানোর তৌফিক দিন৷

মোছা সুমাইয়া আক্তার [হুমায়রার মা]
হিসাব নং ১৯১১৫১০০৫৭৫৮১,,,
ডাচ বাংলা ব্যংক, বিজয় নগর শাখা, ঢাকা৷
বিকাশ পার্সোনাল নং [হুমায়রার নানু]
01926272549

  • সর্বশেষ
  • জনপ্রিয়