শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০৪:৩৪ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে বিড়ালের কবল থেকে উদ্ধার নবজাতকটি মারা গেছে

মুহাম্মদ মিজানুর রহমান মিলন , গাজীপুর থেকে ঃ গাজীপুরে ডাস্টবিনে বিড়ালের কবল থেকে কয়েক ঘন্টা বয়সি উদ্ধার মেয়ে নবজাতকটি মারা গেছে। রবিবার দিবাগত রাতে ওই নবজাতকটি মারা যায়।

সোমবার দুপুরে জানাজার নামাজ শেষে গাজীপুরের লক্ষীপুরা এলাকায় গোরস্থানে দাফন করা হয়েছে।

উদ্ধারকারী পোশাক শ্রমিক রেখা আক্তার জানান, রাত দেড়টার দিকে শিশুটি মারা যায়। পরে সোমবার দুপুর ১২টার দিকে জানাজার নামাজ শেষে লক্ষীপুরা এলাকায় গোরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ, গাজীপুর সিটি করপোরেশনের তিনসড়ক এলাকার স্প্যারো কারখানার পোশাক শ্রমিক রেখা আক্তার রবিবার দুপুরে একই এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশ^বর্তি ডাস্টবিনে একটি বিড়ালকে প্লাস্টিকের বাজারের ব্যাগ নিয়ে টানাটানি করতে দেখেন।

এসময় তিনি ওই ব্যাগের ভিতর বাচ্চার কান্নার শব্দ পেয়ে এগিয়ে যান। পরে বিড়াল তাড়িয়ে দিয়ে শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে হাসপাতালে ওই শিশুটিকে চিকিৎসা ও ভর্তি করা হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, নবজাতকটির মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন বিড়ালের দাঁত ও নখের আচর ও ক্ষত চিহ্ন ছিল। হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

বিকেলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য রেফার্ড করা হয়। কিন্তু শিশু আনায়নকারী রেখা শিশুটিকে ঢাকায় না নিয়ে নিজেদের বাসায় নিয়ে গেছেন বলে জানতে পেরেছি। তাছাড়া এ নবজাতকের বিষয়টি জয়দেবপুর থানা পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ প্রসঙ্গে রেখা আক্তার জানান, তার বাড়ি সিরাজগঞ্জের সাদাতপুর থানা এলাকায়। তার স্বামী আব্দুল মতিন ২০০৮সালে মারা গেছেন।

বর্তমানে তিনি লক্ষীপুরা এলাকার কাজীমদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকুরি করেন। তার রেজাউল করিম নামের (১৭) প্রতিবন্ধী ছেলে রয়েছে। যে কারনে ছেলেকে ফেলে ওই শিশুটিকে ঢাকায় নেয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়