শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০৩:১৩ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ধান কাটাকে কেন্দ্র করে হামলায় কৃষক নিহত, গ্রেফতার ৩

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আঃ সালাম (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন।

এঘটনায় পুলিশ তিনজন কে গ্রেফতার করেছে। সোমবার সকালে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হরিহরপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সোমবার সন্ধ্যায় নিহতের ছেলে আবু সাঈদ বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশের উপ-পরিদর্শক রেজওয়ানুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজিজুল হক মোল্লা, ইসমাইল মোল্লা ও আবু বক্কর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার হরিহরপুর বালুপাড়া গ্রামের কৃষক আব্দুস সালামের সাথে তার চাচা ইসতিয়াক হোসেন গংদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল।

সকাল সাড়ে ৭টার দিকে ইসতিয়াক হোসেন ও তার লোকজন জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছিল। এসময় বাধা দিতে গেলে তারা আঃ সালামকে বেধম মারপিট করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের ছেলে আবু সাঈদ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়