শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০২:৫৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি পাঁচে এক নারী অনলাইনে নিপীড়নের শিকার: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

মরিয়ম চম্পা : অনলাইনের অপব্যবহার ও নিপীড়নের শিকার হয় প্রতি পাঁচ জনে অন্তত এক নারী বলে জানিয়েছে অ্যমনেস্টি ইন্টারন্যাশনাল।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, অনলাইনের মাধ্যমে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের বিষয়টি নারী ও শিশুদের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। অ্যামনেস্টি প্রায় ৪ হাজার নারীর ওপর একটি জরিপ চালায়; যেখানে দেখা যায়, প্রতি পাঁচ জনের মধ্যে একজন অনলাইন ব্যবহারকারী নারী হয়রানি ও অপব্যবহারের সম্মুখীন হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, সামাজিক প্রচার মাধ্যমগুলোর মধ্যে দিয়ে অধিকাংশ হয়রানির ঘটনা ঘটে। যৌন হয়রানির শিকার হওয়াদের মধ্যে এক চতুর্থাংশই জানিয়েছেন, সরাসরি শারীরিক বা যৌন হয়রানির হুমকি পেয়েছেন এবং বেশিরভাগ অর্থাৎ ৬০ শতাংশ হয়রানির নেপথ্যে ছিল বর্ণবাদ, সেক্সিস্ট, হোমোফোবিক সহ একাধিক বিষয়।

বর্তমান সময়ে ইন্টারনেট নারীদের জন্য একটি ভয়ঙ্কর ও বিষাক্ত জায়গায় পরিণত হতে পারে। এটা কোন অজানা বিষয় নয় যে, সোশ্যাল মিডিয়ার একটি ক্ষতিকর ও অপব্যবহারের প্ল্যাটফর্ম হিসেবে আধিপত্য বিস্তার করছে। এই জরিপের মাধ্যমে দেখানো হয়েছে, সকল নারীরা অনলাইন হয়রানীর লক্ষ্যবস্তু হয়েছেন তাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক নারীই এই ফাঁদকে এড়াতে পেরেছেন। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়