শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০২:০৫ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির রংপুরের সংগ্রহ ১৬৯

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।

দলের পক্ষে ক্রিস গেইল ৫০, ম্যাককলাম ৩৩, মোহাম্মদ মিথুন ২৫ ও রবি বোপারা ২৮ রান করেছন। সিলেট সিক্সার্সের পক্ষে নাসির হোসেন ১টি, টিম ব্রেসনান ১টি, লিয়াম প্লানকেট ১টি ও আবুল হাসান ২টি করে উইকেট নিয়েছেন।

রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে। ব্রেন্ডন ম্যাককলাম ও ক্রিস গেইল ওপেনিং জুটিতে ৮০ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের নবম ওভারে নাসির হোসেনের বলে লিয়াম প্লানকেটের হাতে ক্যাচ হন ব্রেন্ডন ম্যাককলাম। ২১ বল খেলে তিন চার ও তিন ছক্কার সাহায্যে ৩৩ রান করেন তিনি।
দশম ওভারে আবুল হাসান রাজুর বলে বোল্ড হন ক্রিস গেইল। ৩৯ বল খেলে দুই চার ও পাঁচ ছক্কার সাহায্যে ৫০ রান করেন তিনি। ১৩তম ওভারে আবুল হাসানের বলে আন্দ্রে ফ্লেচারের হাতে ক্যাচ হন শাহরিয়ার নাফিস।
১৭তম ওভারে লিয়াম প্লানকেটের বলে এলবিডব্লিউ হন মোহাম্মদ মিথুন। দলীয় ১৪১ রানে টিম ব্রেসনানের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন থিসারা পেরেরা। ইনিংসের শেষ ওভারে রান আউট হন রবি বোপারা ও মাশরাফি বিন মুর্তজা।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স ইনিংস: ১৬৯/৭ (২০ ওভার)

(ব্রেন্ডন ম্যাককলাম ৩৩, ক্রিস গেইল ৫০, মোহাম্মদ মিথুন ২৫, শাহরিয়ার নাফিস ৮, থিসারা পেরেরা ১৫, রবি বোপারা ২৮, জিয়াউর রহমান ১*, মাশরাফি বিন মুর্তজা ৩, সোহাগ গাজী ০*; নাসির হোসেন ১/২৭, শুভাগত হোম ০/১২, দানুশকা গুনাথিলাকা ০/২৪, টিম ব্রেসনান ১/২৩, লিয়াম প্লানকেট ১/৪৯, আবুল হাসান ২/২৪, তাইজুল ইসলাম ০/৮)।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়