শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০১:৩৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে প্রথম দিনে ২১৪ জন, দ্বিতীয় দিনে ২২০ জন অনুপস্থিত

ফারুক হোসেন, সরিষাবাড়ী (জামালপুর) : চলমান পিএসসি পরীক্ষায় প্রথম দিন ইংরেজী ও দ্বিতীয় দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইংরেজি বিষয়ের পরীক্ষায় ২১৪ জন পরীক্ষার্থী এবং বাংলা বিষয়ের পরীক্ষায় ২২০জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ও পৌর এলাকাসহ উপজেলার আটটি ইউনিয়নে মোট ১৩টি কেন্দ্রে একযোগে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬ হাজার ১৮০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৯৬৬ জন।

পরীক্ষায় ২১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে প্রাথমিকে পরীক্ষার্থীর মধ্যে ১৭৭ জন, ইবতেদায়িতে ৩৭ জন অনুপস্থিত ছিল।

অন্য দিকে সোমবার দ্বিতীয় দিনে বাংলা পরীক্ষায় প্রাথমিকে ১৭৯ জন ও ইবতেদায়িতে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়। পরীক্ষায় ১৩ জন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা, ১৩ জন কেন্দ্র সচিব, ১৩ জন কক্ষ তত্ত্বাবধায়ক, ১৩ জন সহকারী কেন্দ্র তত্ত্বাবধায়ক এবং ৩২১ জন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম জানান, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এত পরীক্ষার্থী অনুপস্থিত থাকার বিষয়ে পুরোপুরি অবগত নই।

তবে কি কারণে এতো ছাত্র-ছাত্রী অনুপস্থিত এ বিষয়ে যে বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলে এর ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়