শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০১:০৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বেচ্ছায় পদত্যাগ না করায় অভিশংসনের হুমকির মুখে মুগাবে

লিহান লিমা: স্বেচ্ছায় প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ না করায় নিজ দল ক্ষমতাসীন জানু পার্টির পক্ষ থেকেই অভিশংসনের হুমকির মুখে পড়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

রোববার দলীয় প্রধানের পদ থেকে বহিষ্কারের পর সোমবার দুপুরে মুগাবেকে পদত্যাগের জন্য দলের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়। ফলে মুগাবেকে দেওয়া আল্টিমেটাম অনুযায়ী দলের সদস্যরা তাকে অভিশংসন করার বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে সোমবার জাতীর উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে পদত্যাগ করার বদলে উল্টো আসন্ন দলীয় কংগ্রেসে জানু-পিএফ পার্টিকে নেতৃত্ব দেয়ার আকাঙ্খার কথা জানান মুগাবে।
এএফপির খবরে বলা হয়, মুগাবে পদত্যাগ না করার ঘোষণা দেয়ার ফলে জিম্বাবুয়েতে টানা দ্বিতীয় সপ্তাহের জন্য রাজনৈতিক সংকট অব্যাহত থাকল। মুগাবের ভাষণের পর জনগণ বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করে। জিম্বাবুয়েতে চলমান রাজনৈতিক উত্তেজনা সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা মুগাবে দুই সপ্তাহ আগে তার সম্ভাব্য উত্তরসূরি নানগাগওয়াকে বরখাস্ত করার পরই রাজনৈতিক সংকটের সূত্রপাত হয়। ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করায় মুগাবে তার স্ত্রী গ্রেস মুগাবেকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছেন বলে দলের পক্ষ থেকে ধারণা করা হয়।
এক পর্যায়ে নানগাগওয়ার সমর্থনে সেনাবাহিনী ট্যাংকসহ রাস্তায় নেমে আসে। রোববার জানু পার্টির বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠকে মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বহিষ্কার করা হয়। সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাওয়া তার স্থলাভিষিক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়