শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ১১:২১ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সমকামীতা নিরাময়যোগ্য’ মনে করেন চীনারা

কামরুল আহসান : ইয়ান জি নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে প্রথমেই সম্মোহন করা হলো। তারপর একটি শোফায় শুইয়ে দেয়া হলো। তাকে বলা হলো, এক পুরুষের সঙ্গে যৌনমিলনের চিন্তা করার জন্য এবং তার হাত বাড়িয়ে রাখার জন্য। ইয়ান জি ডাক্তারের কথা মতো কাজ করলেন। তিনি যখন চোখ বন্ধ করে অন্য পুরুষের সঙ্গে যৌনদৃশ্য কল্পনা করছিলেন তখন হুট করেই তার হাতে ইলেকট্রিক শক দেয়া হয়। তিনি হঠাৎ প্রচ- ঝাঁকুনিতে কেঁপে ওঠেন। ডাক্তারটি হেসে জানান, ঠিক এরকম অনুভূতিই তিনি চেয়েছিলেন।

সমকামীদের রোগ সারানোর এটি একটি চিকিৎসা পদ্ধতি। চীনারা বিশ্বাস করেন উপযুক্ত চিকিৎসা পেলে সমকামীরা সুস্থ জীবনে ফিরে আসতে পারে।

১৯৯৭ সাল থেকে চীনে সমকামীতাকে অপরাধ হিসেবে দেখার পরিবর্তে রোগ হিসেবেই দেখা হচ্ছে। তারা বুঝতে পেরেছেন কেউ শখ করে সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় না। পারিপ¦ার্শিকতা কিংবা শারীরিক কোনো অপূর্ণতাই দুজন সমলিঙ্গের মানুষকে বাধ্য করে কাছে আসতে।

তাই সমকামীদের বৈধতা দিলেও চীন চায় সমলিঙ্গের মানুষদের এ অসুস্থতা দূর হোক। চীনারা সমলিঙ্গের মানুষদের অধিকার আদায়ের চেয়েও বেশি তৎপর তাদের উপযুক্ত চিকিৎসা দিতে।

উল্লেখ্য, চীন একটি পিতৃতান্ত্রিক পরিবারকেন্দ্রিক দেশ। চীনাদের বিশ্বাস সমলিঙ্গের বিবাহ হলে নারীর প্রতি অবমাননা আরো বাড়বে। দ্য ইকোনমিস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়