শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৯:৫৯ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন ম্যালকম ইয়ং

ফারমিনা তাসলিম: অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যান্ড এসি/ডিসির গিটারিস্ট ম্যালকম ইয়ং আর বেঁচে নেই। দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া রোগে আক্রান্ত থাকার পর গত শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৬৪ বছর। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় বেশ কয়েক বছর ধরে তিনি ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। এরপর পরিবারের সদস্যদের সবাইকে পাশে রেখেই চিরনিদ্রায় শায়িত হন ইয়ং।

রিদম গিটারের এই প্রতাপশালী শিল্পী ম্যালকম ইয়ং ছিলেন এসি/ডিসি ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা। একাধারে গান লেখা, বাজানো, প্রযোজনা ছাড়াও রক সংগীতের একজন বড় মাপের স্বপ্নদ্রষ্টা হিসেবে বহু তরুণকে অনুপ্রাণিত করেছেন তিনি। গত শতকের নব্বইয়ের দশকে বেশ প্রভাবের সঙ্গে সংগীত বিশ্ব শাসন করেছে এসি/ডিসি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। ম্যালকম সম্পর্কে বলতে গিয়ে দলটির অন্যতম শিল্পী ব্রায়ান জনসন বলেছিলেন, ‘ম্যালকম ছিলেন আমাদের স্পিরিচুয়াল লিডার।’

১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যাঙ্গাস ইয়ং ও ম্যালকম ইয়ং দলের জন্য বহু গান লিখেছেন। তাঁদের সেরা অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ব্যাক ইন ব্ল্যাক, হাইওয়ে টু হেল, ইউ সুক মি অল নাইট লং। বিশ্বব্যাপী ২ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে তাঁদের।

ম্যালকমের মৃত্যুর খবরে তাঁর বন্ধু ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে চলতি বছরের অক্টোবর মাসে মারা গিয়েছিলেন দলটির অন্যতম প্রযোজক ও ম্যালকমের ভাই জর্জ ইয়ং।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়