শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৮:১৬ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৌদি আরব ও মিত্রদের

অরণ্য কাশ্যপ: সৌদি আরব ও আরব মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রোববার মিশরের রাজধানী কায়রো’তে একটি জরুরি বৈঠক করে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের সমর্থনে, ইরানি হস্তক্ষেপের বিষয় নিয়ে আলোচনা করার জন্য সৌদি আরব জরুরী বৈঠকের আহ্বান জানিয়েছিল।

আরব লিগের ওই বৈঠকে ইরান এবং লেবাননের শিয়া সামরিক বাহিনী হিজবুল্লাহ এর সমালোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবেইর। এ সময় ইরানি হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য আরব লিগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সৌদি আরব নিজের নিরাপত্তা রক্ষার বিষয়ে কোন দ্বিধা রাখবে না এবং আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’

হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের একটি আলোচিত ও শক্তিশালী সামরিক বাহিনী যারা লেবাননের সরকার এবং দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন এর ঘনিষ্ঠ মিত্র। চলতি মাসে ইয়েমেন থেকে রিয়াদে ক্ষেপনাস্ত্র হামলা চালানোর নেপথ্য কারিগর হিসেবেও হিজবুল্লাহ’কে দোষারোপ করে সৌদি আরব।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয় ইরানের বিরুদ্ধে। ইরান অবশ্য বাহিনী প্রেরণ করার সম্পুর্ন অভিযোগ অস্বিকার করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘দুর্ভাগ্যবশত সৌদি আরবের মতো দেশগুলো বিভেদ সৃষ্টি করছে এবং এর ফলে তারা বিভক্তির দিকে অগ্রসর হচ্ছে।’

সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি’র পদত্যাগ এবং ইয়েমেন সংকট প্রকট হওয়ার সাথে সাথে, সুন্নি অধ্যুসিত সৌদি আরব ও শিয়া অধ্যুসিত ইরানের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গিয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়