শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৬:০২ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ কেজি ওজন মাত্র ১০ মাসের শিশুর

নাসরিন বৃষ্টি: মেক্সিকোর বাসিন্দা লুইস ম্যানুয়াল গঞ্জোলেস আর পাঁচ-দশটা শিশুর মতোই জন্মেছিল সে। জন্মের সময় লুইসের ওজন ছিল সাড়ে তিন কেজি। কিন্তু তারপর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে ওজন।

এখন এতটাই স্থূলকায় হয়ে গিয়েছে সে, যে হামাগুড়ি দিয়েও নিজের শরীরকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সপ্তাহে চারদিনই যেতে হয় হাসপাতালে। চলে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা। কিন্তু চিকিৎসকরা এখনও বুঝে উঠতে পারেননি কী কারণে এভাবে বাড়ছে লুইসের ওজন। অথচ লুইসের তিন বছরের বড় ভাই একদম স্বাভাবিক।

জানা গেছে লুইসের বয়স এখন মাত্র ১০ মাস।কিন্তু তার বয়সী শিশুদের থেকে সে একেবারে আলাদা। কারণ তার ওজন ২৭ কেজি। এমন শিশুকে দেখে হতবাক চিকিৎসকরাও। ঠিক কী কারণে বাচ্চাটির ওজন এমন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, তা নিয়ে দ্বন্দ্বে আছেন চিকিৎসকরাও।

মেক্সিকোয় স্থূলতার সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেই সংক্রমণেই আক্রান্ত লুইস। এটি বংশগত কোনও রোগও হতে পারে বলে অনুমান তাঁদের।

তবে রোগ যাই হোক না কেন, সপ্তাহে চারদিন করে পরীক্ষা করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে শিশুর পরিবারের। তাই তার বাড়ির লোকজন ফেসবুকে নেটিজেনদের কাছে অর্থ সাহায্য চেয়ে একটি পোস্ট করেছে। চিকিৎসকরা জানাননি যে,এত বেশি ওজনের কারণে শিশুটির প্রাণ সংশয় হতে পারে কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়