শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৪:৪২ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ক্যালেডোনিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রিয়াংকা পান্ডে: শক্তিশালী ৭ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনিয়ায় । নিউ ক্যালেডোনিয়া ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ফ্রান্সের অধীন একটি দ্বীপরাষ্ট্র।

সোমবার দ্বীপরাষ্ট্রটির লয়ালটি আইল্যান্ডে এই ভ‚মিকম্প ঘটে। এর ফলে নিউ ক্যালেডোনিয়া ও প্রতিবেশি দেশ ভানুতু’তে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ থেকে সকল নাগরিককে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

হাওয়াই দ্বীপে অবস্থিত সুনামি সতর্কীকরণ সংস্থা ‘দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার’ থেকে এই সম্ভাব্য বিপর্যয়ের কথা জানানো হয়। প্রথমে তারা জানায়, সমুদ্র উপক‚ল থেকে ৩০০মিলোমিটার দূরে সুনামি ঘনিভ‚ত হচ্ছে তবে পরবর্তীতে বিপদ কেটে গেছে বলেও তারা বিবৃতি প্রকাশ করে।

সোমবারের ভুমিকম্পের তীব্রতা ছিলো ৭.৩ মাত্রার। তীব্রতার মাত্রায় নিউ ক্যালোডেনিয়ায় ঘটা ভ‚মিকম্পের মধ্যে এটি ছিলো ২য়। এর ঠিক ১২ ঘন্টা আগে একই অঞ্চলে আরো একবার ভুমিকম্প হয়েছিলো।

গত কয়েক মাসে বেশ কয়েকবার ভুমিকম্প হওয়ায় ভয়ে আছে ক্যালেডোনিয়াবাসী। স্থানীয় এক হোটেলের ম্যানেজার এই ভুমিকম্প সম্পর্কে বলেন, ‘আমরা একটু ভয়েই আছি, কাল রাতেও ভুমিকম্প হয়েছে আবার আজও বেশ বড় ভুমিকম্প হলো।’

ম্যানেজার জানান, ভুমিকম্পে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি তবে সতর্কতা জারি করার পর হোটেলের অতিথিরা বেশ ভয়ে আছেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়