শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০২:১৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলারিকে আবারও নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ ট্রাম্পের

সজিব খান: হিলারি ক্লিনটনকে ‘সর্বকালের জঘন্য ও বৃহত্তম পরাজিত’ আখ্যা দিয়ে আবারও ২০২০ সালের নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

এক টুইট বার্তায় ট্রাম্প এ চ্যালেঞ্জ করেন। টুইটা বার্তায় ট্রাম্প লিখেন, ‘উনি থামছেনই না। এটা রিপাবলিকান দলের জন্য খুবই ভালো। হিলারি আপনার জীবন চালিয়ে যান এবং তিন বছর পর আরেকবার চেষ্টা করে দেখুন।’

হিলারির এক মন্তব্যের জেরে ট্রাম্প এসব কথা বলেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে বেশি পপুলার ভোট পাওয়া হিলারি ধনকুবেরের জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট মাদার জোনসকে হিলারি বলেন, নির্বাচনের ওই ফলাফলের জন্য বড় কারণ ছিল রুশ হস্তক্ষেপ। তিনি বলেন, রিপাবলিকানরা আইন করেছিল যে ভোট দিতে হলে ভোটার পরিচয়পত্র লাগবে। এতে বহু কৃষাঙ্গ ভোটার ভোট দিতে পারেননি।

সেটাকেও ট্রাম্পের জয়ের একটা কারণ বলে মন্তব্য করেন হিলারি। হিলারি গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে বলেছিলেন যে, ট্রাম্প জয়ী হলে তিনি হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের পুতুল।

ডেমোক্রেট নেতা এখনও সেই অবস্থানেই আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ তিনি এখনও তাই মনে করেন।

হিলারি বলেন, ‘নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে এত প্রশ্ন ওঠার পরও মার্কিন প্রেসিডেন্ট কিভাবে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন তা আমার বুঝে আসে না।’

হিলারি বলেন, পুতিন নাকি ট্রাম্পকে বলেছেন যে তিনি হস্তক্ষেপ করেননি আর ট্রাম্প তা বিশ্বাস করে ফেলেছেন। কিন্তু তাকে আমি এত সহজ-সরল মনে করি না। লোকজকেও তিনি অতি সহজ-সরল মনে করেন না। কিন্তু এটা ছিল আমেরিকার ওপর গুরুতর সাইবার হামলা।’ দ্য ইন্ডিপেনডেন্ট।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুসারে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থীরা পরবর্তীতে আর প্রতিদ্বন্দ্বিতা করেন না। জনমত জরিপ বলছে, আগামী নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী হলে ট্রাম্প শোচনীয় পরাজয় বরণ করবেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়