শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৮:১৯ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ইসির নিরপেক্ষতা এবং জয় চায়

উম্মুল ওয়ারা সুইটি : আসছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইসির নিরপেক্ষতা ও জয় দুটোই চায়। সেই লক্ষ্যে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনি মাঠে সরব হতে। স্থানীয় পর্যায়ের বিভেদ ভুলে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে।
আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা বলেছেন, দল সিটি করপোরেশন নির্বাচনে জয় তো অবশ্যই চায়। তবে ইসি নিয়ে কোনো ধরনের নেতিবাচক বিতর্কে জড়াতে চায় না দলটি। ক্ষমতাসীন দল হিসেবে কোনো ধরনের প্রভাবই রাখতে চায় না এই দল। দলের নেতাকর্মীদের বলা হয়েছে, অন্য প্রতিদ্বন্দ্বিদের কোনোভাবেই হুমকি-ধমকি দেওয়া যাবে না। দলের সিনিয়র নেতারা মনে করেন, ক্ষমতাসীন দল হিসেবে কোনো ধরনের প্রভাব খাটালে সরকারের ভাবমূর্তি হুমকির মুখে পড়বে।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, এই নির্বাচনে জয়ী হতে দল কাজ করছে। পাশাপাশি নিরপেক্ষতা নিশ্চিত ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার চিন্তাও করছে দল। আমাদের কাছে জয়ী হওয়া এবং নির্বাচনে নিরপেক্ষতা দুটোই জরুরি।
সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো সিটি করপোরেশন নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করা ছিল সরকারের ও আওয়ামী লীগের অন্যতম লক্ষ্য। অতীতে আমরা তাই করেছি, নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছি।
এ বছর ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন আর আগামী বছরের শুরুর দিকে অন্য ৫টি সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়