শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৮:১১ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান পালনে সুপ্রিম কোর্টের নির্দেশনা

এস এম নূর মোহাম্মদ : বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর বিশেষ বিধান যথাযথভাবে মেনে চলতে অধ:স্তন আদালতের প্রতি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, দেশের কোনো কোনো আদালত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১৯ ধারায়, অপ্রাপ্ত বয়স্কদের বিবাহ অনুষ্ঠানের আবেদন কোনো প্রকার তদন্ত, অনুসন্ধান ছাড়াই অনুমোদন দেওয়া হচ্ছে। এতে আইন প্রণয়নের উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর স্বার্থ বিঘিœত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
সার্কুলারে বলা হয়, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১৯ ধারায় নিতান্তই ব্যতিক্রম হিসেবে কোনো বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় অপ্রাপ্ত বয়স্কদের সর্বোত্তম স্বার্থ, আদালতের নির্দেশ ও পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিবাবকের সম্মতিক্রমে বাল্যবিবাহ অনুষ্ঠানের বিশেষ বিধান সন্নিবেশিত করা হয়েছে। এ বিশেষ বিধানটি আইনের ব্যতিক্রম হিসেবে সর্বাস্থায় সর্বোচ্চ সতকর্তার সঙ্গে প্রয়োগযোগ্য। আবার এ আইনের অধীন কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে ঘটনার সত্যতা নিরূপনের নিমিত্তে অদালতকে এ আইনের ১৬ ধারায় সরেজমিন তদন্ত করার এখতিয়ার প্রদান করা হয়েছে।
বিষয়টি আইন সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আর সকল জেলা ও মহানগর দায়রা জজ, সকল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সকল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সকল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে সার্কুলারে। সম্পাদনা : ইয়াছির আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়