শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৬:১১ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতা ছাড়বেন না সৌদি বাদশা

ডেস্ক রিপোর্ট  : সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে ক্ষমতা হস্তান্তর করছেন বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ বিজনেস-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেলেও ওই কর্মকতার নাম প্রকাশ করা হয়নি।
গত ১১ নভেম্বর ব্লুমবার্গের এক প্রতিবেদনে সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়, বাদশাহ সালমান যুবরাজের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

দুর্নীতি বিরোধী অভিযানে কয়েক শত রাজপুত্র, মন্ত্রী আর ব্যবসায়ীকে গ্রেফতারের পর এই খবর প্রচার হয়। রাজ ফরমানের মাধ্যমে গঠিত দুর্নীতি বিরোধী কমিশনের চেয়ারম্যান হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই অভিযানের নেতৃত্ব দেন।

সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গালফ বিজনেস-কে জানান, ‘বাদশার ক্ষমতা হস্তান্তরের কোনো সম্ভাবনা নেই।’ পূর্ববর্তী বাদশা ফাহাদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘২০০৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। আর ৮১ বছর বয়স্ক বর্তমান বাদশাহ সালমান শারীরিক ও মানসিকভাবে সুস্থ রয়েছেন।’

১৯৩২ সালে প্রতিষ্ঠিত সৌদি আরবের বর্তমান রাজবংশের প্রতিষ্ঠাতা সৌদ বিন আব্দুল আজিজই একমাত্র বাদশা, যিনি বেঁচে থাকতেই ক্ষমতা ছেড়েছিলেন। ১৯৬০ সালে নিজের ভাই যুবরাজ ফয়সালের কাছে ক্ষমতা ছেড়েছিলেন তিনি। এরপর সব বাদশা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়