শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৪:০৬ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ধান কাটা শুরু, ভাল দাম পাওয়ায় কৃষকরা খুশি

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) : উত্তরাঞ্চরে শস্য ভান্ডার বলে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে।

এবার ধানের বিঘাপ্রতি ফলন বেশি এবং বাজারে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকরা বেশ খুশিতে রয়েছে। অত্র অঞ্চলে আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ফলন ভাল হয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানায়।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ৪শ’ হেক্টর জমিতে রোপা আমন ধানচাষ করা হয়েছে।

এসব জমিতে জিরাশাইল, বিআর-৪৯, বিনা-৭, সুমনা,স্বর্ণা, গুটি স্বর্ণা ও সুগন্ধি জাতের ধান রোপন করা হয়। এবার আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে।

পাশাপাশি বাজারে নতুন ধানের দাম ভাল থাকায় কৃষকরা বেশ খুশিতে রয়েছে। জিনইর, গোরগ্রাম, শালগ্রাম, তেঁতুলিয়া ও পাইকপাড়া গ্রামের কৃষক জিল্লুর, ময়েন, উজ্জল, মিজানুর, সাগরসহ অনেকেই জানায়, পরপর দুই দফা অতিবর্ষন জনিত বন্যা হলেও এবার আগাম জাতের আমন ধান বিঘাপ্রতি ১৬ থেকে ১৭মন পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে।

ঝড়ো হাওয়ায় যেসব জমির উঠতি ধান মাটিতে পড়েনি সে সব জমিতে বিঘাপ্রতি ধানের ফলন হচ্ছে ২০ থেকে ২২মন পর্যন্ত। কৃষকরা চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন মনে করছেন।

গত বছরের তুলনায় এবার আবহাওয়া অনুকুলে থাকায় প্রতি বিঘা জমিতে বীজ ও ধান রোপন থেকে শুরু করে সার, নিরানী, কীটনাশক কাটা ও মারাই পর্যন্ত বিঘা প্রতি খরচ হয়েছে শ্রমিকসহ ৫হাজার টাকা।

আর বাজারে সদ্যকাটা ধান বাজারে বেচাকেনা চলছে মনপ্রতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়