শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০২:০৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুতুবদিয়ায় ১ম দিনেই অনুপস্থিত ২১৬, পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

এম.নজরুল ইসলাম, কুতুবদিয়া : রবিবার শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত রয়েছে ২১৬ জন পরীক্ষার্থী।

তাদের মধ্যে প্রাথমিকে ১৪৯ জন এবং ইবতেদায়ীতে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

উপজেলার ছয় ইউনিয়নের ৬ কেন্দ্রের মধ্যে উত্তর ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত রয়েছে ৬৭ জন,ধুরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১ জন, লেমশীখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২ জন,কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ৩৭ জন,কুতুবদিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮ জন এবং কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১ জন পরীক্ষার্থী।

তবে এসব অনুপস্থিত পরীক্ষার্থীর ব্যপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উমর ফারুক বলেন, উপজেলায় স্থাপিত আনন্দ স্কুলের অধিকাংশ পরীক্ষার্থীর অনুপস্থিতির কারনেই এমন হয়েছে।

তিনি আরো জানান, উপজেলার লেমশীখালী কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতি প্রাপ্ত দুই শিক্ষকের একজন সতরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যজন উত্তর ধুরং এম.রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়