শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০১:২৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিকেএসএফের শূভেচ্ছা দূত হলেন ‘আয়রনম্যান’ আরাফাত

ফাহিম ফয়সাল : প্রথম বাংলাদেশী হিসেবে আয়রনম্যান খেতাব অর্জন করায় মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতকে সংবর্ধনা প্রদান করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। একই সাথে তাঁকে দুই বছরের জন্য পিকেএসএফ এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির শুভেচ্ছাদূত করা হয়েছে। অনুষ্ঠানে আরাফাতের হাতে ক্রেস্ট এবং আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য পৃষ্ঠশোষকতা করে প্রদত্ত এক লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন পিকেএফএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

রোববার রাজধানীর আগারগাঁও পিকেএসএফ ভবনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

মালয়েশিয়ার লাংকাওয়িতে গত ১১ নভেম্বর আয়রনম্যান মালয়েশিয়া, লংকাওয়ি ২০১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং এই আসরে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। এই প্রতিযোগিতা শেষ করতে হয় ১৭ ঘণ্টায়, যার শুরুটা হয় ৩.৮ কিলোমিটার সাঁতারের মধ্য দিয়ে। সাঁতার শেষ করার সাথে সাথেই প্রতিটি প্রতিযোগিকে সাইকেল চালাতে হয় ১৮০ কিলোমিটার এবং শেষ করতে হয় একটি ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার) দৌড় সম্পন্ন করার মাধ্যমে। যারা ১৭ ঘণ্টার মধ্যে এ তিনটি প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেন, তাদেরকে আইরনম্যান খেতাব দেওয়া হয়। আর এ সম্পূর্ণ পথটি আরাফাত পাড়ি দিয়েছেন মাত্র ১২ ঘণ্টা ৪৩ মিনিট ২৮ সেকেন্ডে।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, উন্নয়নকে টেকসই করার জন্য একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক সক্ষমতা অর্জন করা আবশ্যক। তাই সকল মানুষকে সাথে নিয়ে উন্নয়ন অর্জন করতে হবে। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আরাফাতের মত বাংলাদেশে আরও অনেক ক্রীড়াবিদ বাংলাদেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করবে।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম বলেন, এতদিন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরাই বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতো। ক্রীড়াসহ অন্যান্য বিভাগ বেশ পিছিয়ে ছিলো তবে বর্তমানে খেলাধুলার ক্ষেত্রে ভিন্নতা দেখা দিচ্ছে। ক্রিকেটের পাশাপাশি আরও অনেক ক্রীড়াবিদ বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং সফল হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়