শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ১২:১৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলপুরে আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

এমএ মোতালেব সরকার, ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে মৃত্যুর প্রায় আড়াই মাস পর রোববার দুপুরে রূপচান নামে এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামের মোঃ আব্দুল হাইয়ের পুত্র রূপচানের (১৮) সাথে পাশের বাড়ির আলতাব হোসেনের মেয়ে চাচাত বোন পলির (১৮) প্রেমের সম্পর্ক ছিল।

ছেলে পক্ষ বিয়ের প্রস্তাব দিলে মেয়ে পক্ষ প্রত্যাখান করে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেন। ছেলে প্রেমিকার সাথে দেখা করার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

গত ৬ সেপ্টেম্বর রাতে ছেলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিখোঁজ হয়। পরদিন প্রেমিকার বাড়ির খড়ের পুঞ্জির পাশে রূপচানের লাশ পাওয়া গেলে বিভিন্ন নাটকীয়তার পর লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়। এদিকে পরদিন মেয়ের অন্যত্র বিয়ে কাজ সম্পন্ন হয়।

পরবর্তিতে পরিকল্পিত ভাবে রূপচানকে হত্যা করা হয়েছে বুঝতে পেরে পিতা আব্দুল হাই বাদি হয়ে মেয়ে ও স্বামীসহ মেয়ের পরিবারের ৯ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

গত ১২ অক্টোবর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খানম ফুলপুর থানাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে ২ মাস ১২ দিন পর রোববার কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়