শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ১১:১৬ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি করপোরেশন নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে বিএনপি

মাঈন উদ্দিন আরিফ: আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সিইসি ও সরকারের জন্য অগ্নিপরীক্ষা মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে বিএনপি। তাই এখনই সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহবানও জানান তিনি।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে ফের ক্ষমতায় যেতে চায় অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, বিএনপি আগামী একাদশতম জাতীয় নির্বাচন করবে তবে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুব শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন যা নিয়ে দলটির এই নেতা বলেন, তখন আমরা সরকারের আচরণ দেখে প্রয়োজনে জনগণের কাছে যাবো। কারণ, জনগণ তাদের অধিকার আদায়ে রাস্তায় নামবে আর আমরা বিএনপি পাশে থাকবো।

তিনি বলেন, বর্তমান সংসদের ১৫৪ জন অনির্বাচিত ফলে এ সংসদ অবৈধ। এখন যে সরকার রাষ্ট্র পরিচালনায় রয়েছে তারাও অবৈধ। তাই এ অবৈধ সরকারের অধীনে আগামী একাদশ নির্বাচন হতে পারে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না যার প্রমাণ বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন এবং পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন।

স্থায়ী কমিটির এ নেতা বলেন, বর্তমানে দেশের সর্বক্ষেত্রে অন্যায়। রাষ্ট্রের প্রধান ৩টি স্তম্ভ বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগ ধ্বংস করে দেয়া হচ্ছে। নিম্ন আদালতের মতো উচ্চ আদালতকে নিয়ন্ত্রণে নিতে সরকার উঠেপড়ে লেগেছে। উদ্দেশ্য বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জঙ্গল আইন প্রতিষ্ঠা করা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যর প্রতি ইঙ্গিত করে মোশাররফ বলেন, যারা আজ নিজ দলের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানীকে স্মরণ করে না তারা আবার জোর গলায় বলে অন্যরা ইতিহাস বিকৃতি করে। বরং যারা ইতিহাস বিকৃতি করে তারাই অন্যকে ইতিহাস বিকৃতি করার জন্য দোষারোপ করে।

শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের নিতাই রায় চৌধুরী, নজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, তকদীর হোসেন জসিম, আনোয়ার হোসেইন, আবুল কালাম আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়