শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ১১:০৯ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে উঠছে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের বিয়ের কেক

সাঈদা মুনীর: ‍এবার নিলামে উঠতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিয়ের কেক। যার দর শুরু হচ্ছে মাত্র ২৫০ মার্কিন ডলার থেকে।

২০০৫ সালে ডোনাল্ড-মেলানিয়ার বিয়ে সময় তখন তাঁরা সাততলা একটি কেক কাটেন। যার দাম লেগেছিল ৫০,০০০ মার্কিন ডলার। এখন যে কেকটি নিলামে উঠতে চলেছে, তা ট্রাম্প দম্পতির বিয়ের অভ্যাগতদের  স্মারক হিসেবে উপহার দেওয়া হয়েছিল।

কেকটি নিলামে তুলতে চলেছে লস অ্যাঞ্জেলসের নিলাম ঘর জুলিয়েনস অকশনস। তারা জানাচ্ছে, ট্রাম্প দম্পতির বিয়েতে যে কেকটি কাটা হয় তা ছিল সম্পূর্ণ আলাদা। ৫ ফুট লম্বা, ২০০ পাউন্ডের ওই কেক তৈরি হয় গ্র্যান্ড মার্নিয়ার বাটার ক্রিম দিয়ে, সাজানোর জন্য ব্যবহার করা হয় ৩,০০০ আইসিং রোজ। কিন্তু অভ্যাগতরা কেক খেতে পারেননি কারণ অসংখ্য তার দিয়ে পেঁচিয়ে কেকটিকে সোজা করে রাখা হয়েছিল। তাই তাঁদের বাড়ি ফেরার উপহার স্বরূপ প্রত্যেককে সাদা কাগজের বাক্সে দেওয়া হয় চকোলেট ট্রাফল কেক, যাতে মনোগ্রাম করা ছিল নবদম্পতির নামের আদ্যাক্ষর এমডিটি।

এই কেক বেচে ১,০০০-২,০০০ মার্কিন ডলার রোজগার করবে বলে আশা করছে ওই নিলাম ঘর।

এর আগে গত মাসে ট্রাম্পের আঁকা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একটি ছবি নিলামে ১৬,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়।

সজিব খান/

  • সর্বশেষ
  • জনপ্রিয়