শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৯:৫০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাতলেতিকোর মাঠে ড্র করল রিয়াল

স্পোর্টস ডেস্ক: লা লিগা মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জয়ের মুখ দেখলো না কেউ। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

শনিবারের খেলা শেষে সবচেয়ে বড় অর্জন তাই বার্সেলোনার। মাদ্রিদ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তারা ১০ পয়েন্টে ব্যবধান বাড়িয়ে নিয়েছে।

১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর ২৪ পয়েন্ট নিয়ে তিন ও চারে রিয়াল ও অ্যাতলেতিকো। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভ্যালেন্সিয়া।

ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথম ডার্বিতে ডিফেন্ডাররা দেখিয়েছে দাপট। কিন্তু এই ধরনের বড় ম্যাচে তিন পয়েন্ট না পাওয়া হতাশ করেছে দুই দলকে। ম্যাচে প্রথম সুযোগ পায় অ্যাতলেতিকো। তিন মিনিটে রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানের ভুলে বল পেয়েও গোলপোস্টের পাশ দিয়ে মারেন আনহেল কোরিয়া।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ৪৫ মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যোগসাজশে বল পেয়েছিলেন টনি ক্রুস, কিন্তু কয়েক ইঞ্চির জন্য জালে জড়ায়নি তার শট।

দ্বিতীয়ার্ধে প্রথম তিন মিনিটে রোনালদো ও লুকা মোডরিচকে ঠেকান অ্যাতলেতিকো ডিফেন্ডাররা। ৫৬ মিনিটে রিয়ালের উপর আক্রমণ চালায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে সাউল নিগুয়েজের শট গোলপোস্টের পাশ দিয়ে যাওয়ায় ওইবার সফল হয়নি তারা।

৭৮ মিনিটে গামেইরোর ডানপায়ের উঁচু শট রিয়াল গোলরক্ষককে টপকে গেলেও গোলমুখের সামনে থেকে ভারানে হেড করে বিপদমুক্ত করেন বল। শেষ মুহূর্তে রোনালদোকে হতাশ হতে হয় আরেকটি সুযোগ নষ্ট হওয়ার কারণে। তাকে শেষবার বাধা দিয়ে সফল হন হের্নান্দেজ।

মাদ্রিদ ডার্বির ড্রর হতাশা আগামী সপ্তাহে কাটাতে হবে দুই দলকে। বার্সার সঙ্গে শিরোপার দৌড়ে টিকে থাকতে লেভান্তে ও মালাগার বিপক্ষে অ্যাতলেতিকো ও রিয়ালের জেতা ছাড়া উপায় নেই। মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়