শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় বৌদ্ধ-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা, আর্মি মোতায়েন

লিহান লিমা: শ্রীলঙ্কায় শনিবার বৌদ্ধ-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গায় ৮জন আহত হয়েছে ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৯০টিরও বেশি বাড়ি ও গাড়ি উড়িয়ে দেয়া হয়েছে। দাঙ্গার ঘটনাটিকে ঘিরে সম্প্রদায় দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শ্রীলঙ্কান সেনাবাহিনী গিনথোটা শহরে টহল দিচ্ছে।

পুলিশ জানায় গত শুক্রবার রাতে উপকূলীয় শহরটিতে সামাজিক গণমাধ্যমে একটি গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ায় দাঙ্গার উৎপত্তি হয়। অঞ্চলটিতে আগে থেকেই বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে বৈরীভাব ছিল। পুরো অঞ্চলে অতিরিক্ত পুলিশ, দাঙ্গা পুলিশ ও স্পেশাল ফোর্স নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার এক সিংহলিজ বৌদ্ধ ধর্মাবলম্বীর মোটরসাইকেলের ধাক্কায় এক মুসলিম নারী আহত হয়। ওই দুর্ঘটনার জেরে সংঘাতের সূচনা হয়। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা রয়টার্সকে বলেন, ‘একটি ছোট্ট ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে দুই গোষ্ঠির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সংঘাত দুই স¤প্রদায়ের কিছু উগ্রবাদীর সৃষ্ট। আটককৃত এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমরা বৌদ্ধ মন্দিরে আক্রমণ করতে যাচ্ছে বলে ভুয়া পোস্ট করে।’
দেশটির আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রী সাগালা রত্নানায়েকে বলেন, ‘সাম্প্রদায়িক সংঘাত ছড়াতে ভুয়া ভিডিও ও সংবাদ এবং সামাজিক মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। যারা বর্ণবাদী প্রচারণা চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৌদ্ধ অধ্যুষিত শ্রীলঙ্কায় ২ কোটি ১০ লাখ জনসংখ্যার ৭০ শতাংশ বৌদ্ধ, আর ৯ শতাংশ মুসলমান। বৌদ্ধ-মুসলমান দাঙ্গা, সংঘাত-সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারায় ও সংখ্যালঘূ মুসলমানদের পাশে দাঁড়াতে ব্যর্থ হওয়ায় শ্রীলংকার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজা পাকশে ইতোমধ্যে অনেকবার মানবাধিকার সংস্থা ও কূটনীতিকদের দ্বারা সমালোচিত হয়েছেন।

উল্লেখ্য, গত দুই মাসে মুসলিম দোকান ও মসজিদে পেট্রল বোমা হামলাসহ ২০টি হামলার ঘটনা ঘটে। এর আগে, ২০১৪ সালে বৌদ্ধ -মুসলিম সহিংসতায় হাজার হাজার মুসলিম নাগরিককে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। রয়টার্স, এএফপি । সম্পাদনা: প্রত্যাশা প্রমিতি সিদ্দিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়