শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:৪১ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম

হ্যাপী আক্তার: নারায়ণগঞ্জের কয়েকটি স্কুলের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন নামে ফি জুড়ে দিয়ে আদায় করা হচ্ছে বোর্ড নির্ধারিত টাকার সাথে। টেস্ট পরীক্ষায় তিন-চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। সূত্র: যমুনা টিভি

এসএসসি পরীক্ষার বোর্ড ফি নির্ধারিত মাত্র দেড় হাজার টাকা অথচ নেয়া হচ্ছে দুই-তিনগুণ, কোথাও তারও বেশি। শিক্ষার্থী আর অভিভাবকের অভিযোগ নারায়ণগঞ্জের মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীনারায়ণ কটন সিলস হাই স্কুল এবং জয়গোবিন্দ হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নেয়া হচ্ছে ৩ থেকে ১০ হাজার টাকা নেয়ার জন্য জুড়ে দেয়া হচ্ছে নানা রকমের ফি। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েও সুযোগ মিলছে এসএসসি পরীক্ষায়।

অভিভাবকদের অভিযোগ সরকার নির্ধারিত বোর্ড ফির চাইতে বেশি টাকা নেয়াতে অনেক শিক্ষার্থী পড়ছেন বিপাকে। আর অভিভাবকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে ধার-দেনা করে। শিক্ষকরাও  স্বীকার করছেন অতিরিক্ত টাকা নেবার বিষয়টি কিন্তু তার পেছনে যুক্তিও দেখাচ্ছেন শিক্ষকরা।

লক্ষ্মীনারায়ণ কটন মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, মেনেজিং কমিটি বলেছে যে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে তাদের পরীক্ষায় সুযোগ দিতে। কারণ হিসেবে তিনি বলেন, পরে স্কুল চালাতে সমস্যা হবে এবং আর্থিক সমস্যা হবে এই দিকগুলোকে বিচার বিশ্লেষণ করেই অতিরিক্ত ফি আদায় করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, জেলা প্রশাসক হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্বগুলোকে করে থাকি যাতে করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত যে ফি আদায় করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে।

শিক্ষক মেনেজিং কমিটি আর অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক গড়তে আর যোগাযোগ বাড়াতেও উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়