শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:২২ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে নতুন সাউথ কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন

জান্নাতুল ফেরদৌসী: চট্টগ্রাম বন্দরে আজ চালু হলো নতুন কন্টেইনার ইয়ার্ড। ১০ একর জমির ওপর স্থাপনাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। বন্দরে পণ্য খালাসের গতি বাড়ানোর পাশাপাশি পতেঙ্গা টার্মিনালের কার্যক্রমে সহায়তা করবে এই ইয়ার্ড।

রোববার (১৯ নভেম্বর) সকালে সাউথ কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এ সময় বন্দর কর্তৃপক্ষ জানান, ৭ নম্বর খালের কাছে তৈরি করা হয়েছে আধুনিক এই কন্টেইনার ইয়ার্ড। এখানে রাখা যাবে প্রায় সাড়ে ৩ হাজার কন্টেইনার। হ্যান্ডিংয়ের জন্য আনা হবে আরো নতুন যন্ত্রাংশ।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, আমদানি রপ্তানি বাণিজ্যে বাড়তি চাপ সামলাতে প্রস্তুত হচ্ছে চট্টগ্রাম বন্দর। নুতন যন্ত্রাংশ এলে উদ্যোক্তাদের সেবা দেয়া আরো সহজ হবে। ২৪ ঘণ্টা সেবা চালুর পর বাণিজ্যে বাড়তি গতি এসেছে বলে দাবি করেন তিনি।

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন,আমাদের আর একটি বন্দর আছে মংলা বন্দর। এই মংলা বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে লোকসানে পড়েছিল প্রায় সাড়ে ১১ কোটি টাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পড়ে ২০১৬ সাল পর্যন্ত মংলা বন্দরে লাভ হয়েছে ৭০ কোটি টাকা। সাড়ে ১১ কোটি লোকসান পরিশোধ করে আমরা ৭০কোটি টাকা লাভ করি। সেই বন্দর পদ্মা সেতু হওয়ার পরে আরও কার্যক্রম বাড়বে। আমরা আরেকটি বন্দর করেছি পায়রা বন্দর। পায়রা বন্দরে ইতিমধ্যে ১১টি জাহাজ খালাস করছে। আমাদের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা একটি বন্দর করেছি যেখানে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে, কয়লা খালাস করা জন্য আরেকটি বন্দর করেছি।

আনিস/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়