শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিগন্যাল মিললো হারিয়ে যাওয়া সাবমেরিনের !

প্রিয়াংকা পান্ডে: ৪৪ জন ক্রু নিয়ে নিখোঁজ হওয়া আর্জেন্টিনার সাবমেরিনটির সম্ভাব্য সিগন্যাল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। শনিবার স্যাটালাইটের মাধ্যমে সিগন্যাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়। সাবমেরিনটির খোঁজে দক্ষিন আটলান্টিক সাগরে অনুসন্ধান চালাচ্ছে তারা।

মন্ত্রনালয় থেকে জানানো হয়, এখন পর্যন্ত সাতটি ‘স্যাটালাইট কল’ সাবমেরিনে পাঠানো হয়েছে যা দূর্বল সিগন্যালের কারণে সাবমেরিন ক্রু’রা ধরতে পারেননি বলে মনে করা হচ্ছে। মন্ত্রনালয় কর্তৃপক্ষ থেকেও ধারণা করছে যে, ‘এআরএ সান জুয়ান সাবমেরিন’টির ক্রু’রাও যোগাযোগ করার চেষ্টা করছে।

সিগন্যালটি শনিবার দুপুরের একটু আগে পাওয়া গিয়েছিলো। কয়েক সেকেন্ডের জন্য সিগন্যাল পাওয়ার পর মন্ত্রনালয় থেকে জানানো হয়, ‘আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের একটি স্যাটালাইট কোম্পানি একত্রে সাবমেরিন খোঁজার পুরো চেষ্টা করে যাচ্ছে।’ খারাপ আবহাওয়ার জন্য সিগন্যাল পাওয়ায় সমস্যা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।

সাবমেরিনটি খোঁজার জন্য কোন ধরণের কল করা হচ্ছে এ সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি। সাবমেরিনটির শেষ অবস্থান পাওয়া গিয়েছিলো বুধবার, আর্জেন্টিনার দক্ষিন আটলান্টিক উপকূলের কাছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়