শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিরুদ্ধের ফেরার দিনক্ষণ নিয়ে বিভ্রান্তিতে পুলিশ

ডেস্ক রিপোর্ট : নিখোঁজ বেলারুশের অনারারি কনস্যুলার ও আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের ফেরা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অনিরুদ্ধের ভাগ্নে কল্লোল হাজরা দাবি করেছেন, ‘গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে একটি মাইক্রোবাস থেকে মামাকে গুলশান ১ নম্বরের ১৪১ নম্বর রোডের বাড়ির সামনে কে বা কারা নামিয়ে দিয়ে যায়। তখন তার চোখ ও হাত বাঁধা ছিল। পরে বাড়ির নিরাপত্তা প্রহরীরা বের হয়ে তার চোখ ও হাতের বাঁধন খুলে দেয়। তাকে বাসায় রেখে পরিচিত চিকিত্সক দিয়ে চিকিত্সা করানো হয়। তিনি এখন সুস্থ আছেন।’ তবে অনিরুদ্ধ কুমারের মালিকানাধীন হাজারীবাগের এলআইবি ট্যানারি কারখানার কর্মকর্তারা বলছেন, ৩০ অক্টোবর অনিরুদ্ধ ফিরেছেন। এ বিষয়ে তাদেরকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। ৩ নভেম্বর চিকিত্সার জন্য তিনি ভারতে গমন করেন। বৃহস্পতিবার সকালে তিনি ভারত থেকে একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি গুলশানের বাড়িতে ফিরেন।

অনিরুদ্ধ কুমার রায়ের ফেরা নিয়ে গত ১০ নভেম্বর ‘দুই মাস পর ফিরেছেন অপহূত অনিরুদ্ধ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের জের ধরে ওই সময় গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছিলেন, ‘একটি পরিবারের কেউ নিখোঁজ থাকলে অনেকেই মুষড়ে পড়েন। নিখোঁজের সন্ধান চেয়ে তারা বারবার সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অনিরুদ্ধ যে নিখোঁজ হয়েছেন, এরকম কোনো ছাপ তার পরিবারের মধ্যে পরিলক্ষিত হয়নি। এমনকি এ ব্যাপারে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে বারবার অসহযোগিতা করেছেন।’

গত ২৭ আগস্ট বিকালে অনিরুদ্ধ কুমার রায়কে গুলশান এক নম্বরের ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে ডিবি পরিচয়ে অজ্ঞাত ব্যক্তিরা একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। অপরণের ঘটনায় তার ভাগ্নে কল্লোল হাজরা ওই দিন রাতে গুলশান থানায় একটি জিডি করেন। জিডির তদন্তকারী কর্মকর্তা ওই থানার পরিদর্শক (তদন্ত) সালেহ উদ্দিন গতকাল বলেন, একটি গণমাধ্যমের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে তিনি জিডির বাদীর কাছে ফোন দেন। জিডির বাদী তাকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে অনিরুদ্ধ কুমার রায় বাসায় ফিরেছেন। তিনি এখন সুস্থ আছেন।’

ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘ফেরার দুই দিন পর পুলিশকে না জানানোয় রহস্যের সৃষ্টি হয়েছে। উল্টো পুলিশ খোঁজ নিয়ে ওই খবর জানতে পেরেছে। বিষয়টি তদন্ত করা হবে। কেন তারা তার ফেরার খবর গোপন করতে চাইছেন। এ ব্যাপারে অনিরুদ্ধের কোনো বক্তব্য পুলিশ এখনও পায়নি।’

গতকাল অনিরুদ্ধ কুমার রায়ের একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি যে বৃহস্পতিবার সকালে তিনি বাসায় ফিরেছেন। তবে এর বেশি আর কোনো তথ্য আমাদের জানা নেই।’

অনিরুদ্ধ অপহরণের ঘটনায় গুলশান থানায় দায়ের করা জিডি প্রসঙ্গে থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, তার ফেরার বিষয়টি রহস্যের সৃষ্টি করেছেন। কেন তারা ফিরে আসার বিষয়টি গোপন করতে চাইছেন- তা তদন্ত করা হবে। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়