শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৫:২৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকট সমাধানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে চীন

মাহাদী আহমেদ : বাংলাদেশ সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ওয়াই বলেছেন, বাংলাদেশের মিত্র দেশ হিসেবে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের নিয়ে সৃষ্ট বর্তমান সংকট নিরসনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে চায় চীন।

এছাড়াও তিনি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বীপাক্ষিক পরামর্শ ও আলোচনা চালিয়ে যাবওয়ার আহŸান জানান।

শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ওয়াইের মধ্যে হয়ে অনুষ্ঠিত হওয়া এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে ও বাংলাদেশে রোহিঙ্গা জনস্রোত নিয়ন্ত্রনে তার দেশ শান্তিপূর্ণ সমাধান চায়। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো লাখো আশ্রয়হীন রোহিঙ্গাদের সাহায্যার্থে তার দেশের পক্ষ থেকে সাহায্য পাঠানোর প্রতিশ্রæতি প্রদান করেন।

এছাড়াও বৈঠকে তিনি গত বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলোর সঠিক বাস্তবায়নে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, ভবিষ্যতেও চীনা সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক অব কাঠামোর উন্নয়নে সাহায্য অব্যাহত রাখবে।

বাংলাদেশ সফর শেষে রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমার সফরে যাবেন। সূত্র :

  • সর্বশেষ
  • জনপ্রিয়