শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৩:১৭ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক সমাবেশে কেরাণীগঞ্জবাসীর শোডাউন

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট নাগরিকদের উদ্যাগে অনুষ্ঠিত হওয়া সমাবেশে প্রায় ২০ সহশ্রাধিক নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ মহাসমাবেশে পরিণত করতে তার নেতৃত্বে এ আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি পাওয়ায় নাগরিক কমিটির ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

কেরাণীগঞ্জ উপজেলা আ.লীগ সূত্রে জানা গেছে, দিবসটিকে ঘিরে আগ থেকেই প্রস্তুতি নেয় কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠন। অধিক লোক সমাগমের লক্ষে বর্ধিত সভা ডেকে আলাদা ভাবে প্রস্তুতিও নেয় প্রত্যেক অঙ্গ সংগঠন।

সে লক্ষে শাহীন আহমেদের নির্দেশ মোতাবেক ব্যনার-ফেস্টুন ও ব্যান্ডপার্টি সহকারে কেরাণীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে মিছিলে একাকার হয়ে শনিবার বেলা দেড়টা থেকে জড়ো হতে থাকে কদমতলী গোলচত্বর এলাকায়।

পরে বেলা আড়াইটার দিকে তারা দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর ওপরদিয়ে রাজধানীতে প্রবেশ করেন। এসময় দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে নয়াবাজার প্রান্ত পর্যন্ত এলাকা নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়। তাদের মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন-এর নেতৃত্বে শত-শত নেতাকর্মীকে এ কর্মসূচীতে অংশগ্রহণ করতে দেখা গেছে।

সুমন বলেন, নাগরীক সমাবেশ সফল করতে দক্ষিণ কেরানীগঞ্জ সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ঢাকা-২ আসনের সর্বস্তরের মাটি ও মানুষের নেতা শাহীন আহমেদের ডাকে সারা দিয়ে আজকের এ কর্মসূচীতে স্বত:স্ফুর্ত অংশ করেছি। তিনি বলেন, নেতাকর্মীরাও অনেক উজ্জীবিত হয়েছেন।

এছাড়াও কেরাণীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও ব্যান্ডপার্টিসহকারে এ কর্মসূচীতে অংশনেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়