শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৩:১৯ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

না’গঞ্জে হাসপাতালে সুইপার দিয়ে রোগীদের খাবার রান্না ও বিতরণ, তোলপাড়

নুরুল আজিজ চৌধুরী, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সখিনা নামে এক সুইপার দিয়ে রোগীদের খাবার রান্নাসহ পরিবেশন করার অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি টের পেয়ে শনিবার হাসপাতালের রোগী, রোগীর স্বজনরা প্রতিবাদ করলে সুইপার সখিনা ক্ষিপ্ত হয়ে রোগী ও তাদের অভিভাবকদের সাথে অশ্লালীন আচরন করে। এতে হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মোঃ আব্দুল কাদেরের কাছে রোগীর আতিœয়রা অভিযোগ করেন।

এ ডা. মোঃ আব্দুল কাদের বলছেন, জনবল সংকটের ফলে অনেক সময় এক জনের কাজ অন্যজনকে দিয়ে করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের রোগীদের জন্য রান্না করছে সুইপার সখিনা। এ সময় সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে সখিনা ক্ষেপে যায়। সুইপার সখিনা দীর্ঘ ১৮ বছর একই স্থানে কর্মরত থাকায় হাসপাতালে প্রভাব বিস্তার করে রোগীদের সাথে খারাপ আচরন করে বেড়ায়।

এতে অনেক রোগী কাউকে কিছু না বলেই হাসপাতাল ত্যাগ করেছে বলে অনেকেই জানান। সখিনার এ ধরণের অশ্লালীন আচরনের ফলে গণস্বাক্ষর দিয়ে জেলা সিভিল সার্জন দফতরেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বলেন, যেখানে অসংগতি সেখানেই প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। আমি বিষয়টি অবগত হয়েছি জেলার মিটিংয়ে এ বিষয়ে কথা বলব ব্যবস্থা নিতে।

বিষয়টি নিয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের ইনচার্জ ডা. মোঃ আব্দুল কাদের আলাপকালে বলেন, সুইপার সখিনার রান্নার বিষয়টি সাময়িক। রন্ধনশালার একজনের অনুপুস্থিতিতেই সে এ কাজটি করেছে। তাছাড়া ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নিত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স জনবল সংকটে ভূগছে।

৩১ শয্যায় যে জনবল দরকার তার চেয়েও কম রয়েছে জনবল। ১৫ জন ডাক্তারের পদ থাকলেও মাত্র ১১ জন ডাক্তার রয়েছেন। ৪টি পদই শূন্য। এভাবে ১৭টি বিভিন্ন পদ শূন্য রয়েছে এ হাসপাতালে।

এরপর সেবার মান আগের তুলনায় অনেক বৃদ্ধি করেছি। আগে মাসে ৩/৪টি নরমাল ডেলিভারী হলেও বর্তমানে ৯/১০টি নরমাল ডেলিভারী করাতে সক্ষম হয়েছি। এ চিকিৎসা সেবা দিতে চিকিৎসা সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

এদিকে, বন্দর উপজেলাবাসী জানান, হাসপাতালটিতে চিকিৎসার মাত্রা বাড়লেও বৃদ্ধি পায়নি সেবার মান। হাসপাতালে নি¤œ মানের খাবার বিতরণ, অস্বাস্থ্যকর পরিবেশ, রোগী ও তাদের স্বজনদের সাথে অশোভন আচরন করা হয়। এ ছাড়া হাসপাতালে ছিচকে চোর ও মাদকসেবীদেরও উপদ্রব রয়েছে।

এসময় তারা সুইপার সখিনার অপসারণ দাবি করে এর থেকে পরিত্রান পেতে প্রশাসনের নজর দেয়া জরুরী বলে মনে করেন।

এ ব্যপারে জেলা সিভিল সার্জন ডা. মো: এহসানুল হকের সাথে আলাপ করলে তিনি বলেন, সরকার ২০১৩ সাল থেকে নিয়োগ বন্ধ রেখেছে।

আমরা মন্ত্রনালয়ে লেখা লেখি করছি, যত তাড়াতাড়ি সম্ভব নতুন নিয়োগ চালু করলেই শূন্যপদে নতুন নিয়োগ দেয়া শুরু হবে।

সুইপার দিয়ে খাবার বিতরণ বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে আমি ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়