শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০২:৫২ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক সমাবেশে আসা মোটর বাইক মালিকদের মধ্যে ভীতি

রিকু আমির : আওয়ামী লীগের নাগরিক সমাবেশে মোটর সাইকেল নিয়ে আসা মালিকরা কিছুটা ভীতিকর অবস্থায় ছিলেন। সম্প্রতি আজিমপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বেশকিছু মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের জেরে এই ভীতি বিরাজ করছিল বলে মোটর সাইকেল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়।

সরেজমিনে শনিবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার চারদিকের পাশপাশি গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রধান সড়কে এখানে-ওখানে মোটর সাইকেলের শৃঙ্খলিত-বিশৃঙ্খলিত পার্কিং দেখা গেছে।

দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে এসব মোটর সাইকেলের বেশিরভাগই পার্কিংস্থল ত্যাগ করতে থাকে। টিএসসির খুব কাছে প্রায় ২০টি মোটর সাইকেল ছিল পার্কিং করা। এর মধ্যে সুজুকি জিক্সার এসএফ বাইকের মালিক সুলাইমান। তিনি বাইক স্টার্ট দেওয়ার সময় জানতে চাওয়া হয়- এখন চলে যাবার কারণ। তিনি বলেন, ভাই, ভয় করছে, সেদিন আজিমপুরে কতগুলো বাইক পোড়া-ভাঙ্গা হয়েছে।

টিএসসির পাশে কফি হাউজের পাশে পার্কিং করা নিজ এপাচি আরটিআর নিয়ে যাচ্ছিলেন সৌরভ। চলে যাবার কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেক শখের বাইক, বহুত কষ্ট করে কিনছি। সেদিন আজিমপুরে বাইক পোড়া ছবির কথা মনে পড়ছে। এজন্য আর থাকব না। তাড়াতাড়ি চলে যাই। কি থেকে কী হয়ে যায়, বিচার-জরিমানাও পাব না। একই কারণে চলে যাচ্ছিলেন নিজ পালসার এএস মডেলের বাইক নিয়ে ছাত্রলীগ কর্মী আজাদ।

আজিমপুরের ঘটনা মনে করে যদি চলেই যান, তাহলে আসলেন কেন- প্রশ্নে তিনি কিছুটা আটকে আটকে বলেন, আসলে বন্ধুদের ডাকে এলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়