শিরোনাম

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০২:০৩ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর উপত্যকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৬জঙ্গি

আশিস গুপ্ত ,নয়াদিল্লি : কাশ্মীর উপত্যকায় জড়ো হয়ে নাশকতা করার ছক কষেছিল জঙ্গিরা। গোয়েন্দা দপ্তরের নির্দিষ্ট খবরের ওপর ভিত্তি করে সেখানে পৌঁছয় ভারতীয় সেনাবাহিনীও। শুরু হয়ে যায় দু’‌পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই।

আর সেই সংঘর্ষে নিহত হয়েছে লস্কর-ই-তৈবার ছয় জঙ্গি। শহীদ হয়েছেন ভারতীয় বায়ু সেনার এক কমান্ডো। দু’‌জন সেনা জওয়ান জখমও হয়েছেন।

এই অপারেশনে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর জম্মু-কাশ্মীরের বান্দিপোড়া জেলায়। সেনাবাহিনী সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের নির্দিষ্ট খবরের ওপর ভিত্তি করে যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছিল চাঁদেরগড় গ্রামের হাজিন এলাকায়।

এই এলাকাটি বান্দিপোড়া জেলার অন্তর্গত। তখনই উল্টোদিক থেকে গুলি চলতে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দিলে তারা লুকিয়ে পড়ে। ধীরে ধীরে গোটা এলাকাটি ঘিরে ফেলা হলে তারা পালাতে ব্যর্থ হয়। কিন্তু গুলি চালাতে থাকে।

সেনাবাহিনীও সমানতালে গুলির মোকাবিলা করলে এই ৬ জঙ্গিকে খতম করা হয়। তবে এই ৬ জন জঙ্গির সঙ্গে আরও জঙ্গি রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।অভিযানে শামিল রাষ্ট্রীয় রাইফেলস ,সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনীর জওয়ানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়