শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০১:৫৩ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় আ’লীগ নেতাসহ ১৮৯ জনের বিরুদ্ধে মামলা

অহিদ উদ্দিন মুকুল, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবং ছয় পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতাসহ ১৮৯ জনকে আসামি করা হয়েছ। এর মধ্যে ৩৯ নাম উল্লেখ করা হয়েছে।

শুক্রবার হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় হাতিয়া পৌর আওয়ামী লীগ (একাংশের) সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, একাধিক মামলার আসামি রাকিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী বৃহস্পতিবার বিকেলে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন আওয়ামী লীগ কর্মী আলতাফ হোসেনকে মারধর করেন এবং তার জিনিসপত্র ছিনিয়ে নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে ছয় পুলিশ কর্মকর্তা রাকিবকে তার বাড়ির সামনের তালুক মার্কেট এলাকা থেকে আটক করে। তাকে নিয়ে থানায় আসার পথে তার সহযোগীরা পৌর আওয়ামী লীগ সভাপতি ছাইফ উদ্দিন আহম্মেদের উপস্থিতিতে পুলিশের ওপর হামলা চালান। এতে ওই ছয় পুলিশ কর্মকর্তা আহত হন।

ওসি আরো জানান, মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়