শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে প্রিয়াংকা হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবরোধ

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকা হত্যার দ্রুত বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় স্কুলের শিক্ষার্থী ও স্বজনরা ঢাকা-সিলেট মহাসড়ক তারাবো পৌরসভার সামনে মানবন্ধন ও অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

এসময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত আসামীদের গ্রেপ্তার ও বিচারের আশ^াস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন,গত ৪ নভেম্বর হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকা আক্তারকে কুদরতউল্লাহ মিয়া, হাসান আলী, শহিদুল্লাহ ও সুজন মিয়া অপহরন করে একটি পরিত্যক্ত বাড়িতে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে বখাটেরা তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় পুলিশ সুজন মিয়া ছাড়া বাকী তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ অন্য আসামীদের গ্রেফতার না করা ও ঘটনা অন্যদিকে নিতে চেষ্টা করছে। আমরা দ্রুত আসামীদের গ্রেফতার করতে ও বিচারের দাবি করছি।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন বলেন, ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে হত্যার যেন বিচার হয়, আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর স্থানীয় বখাটেরা প্রিয়াংকে অপহরন করে।পরে ধর্ষণের পর জবাই করে হত্যা করে।

৫ নভেম্বর পাশ^বর্তী একটি গলি থেকে তার লাশ উদ্ধার করে।এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিন আসামীকে গ্রেপ্তার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়