শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে অপহৃত স্কুল ছাত্রের প্রাণ বাঁচাতে মুক্তিপণ দাবি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : নবম শ্রেনীর অপহৃত মেধাবী স্কুল ছাত্রের প্রাণ বাঁচাতে শুক্রবার রাতে তার মায়ের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

অপহরণের পর থানায় লিখিত অভিযোগ ও পরবর্তীতে মুক্তিপণ দাবির বিষয়টি থানার ওসিকে জানানো সত্বেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছেন বলে শনিবার দুপুরে অভিযোগ করেন স্কুল ছাত্রের মা রুমা বেগম।

একমাস পূর্বে অপহৃত স্কুল ছাত্র আসাদুর রহমান সৈকত (১৪) জেলার উজিরপুর উপজেলার বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ও গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের আনসার কমান্ডার আজিজুর রহমান চুন্নুর পুত্র।

স্কুল ছাত্রের মা রুমা বেগম জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাতনামা অপহরণকারীরা সৈকতকে প্রাণে বাঁচাতে চাইলে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে।

তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে সৈকতকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। তাৎক্ষনিকভাবে তিনি থানায় উপস্থিত হয়ে ওসিকে অবহিত করার পর তিনি (ওসি) মুক্তিপন দাবি করা মোবাইল ফোনে কল দিয়ে নিজের পরিচয় দিয়ে অপহরণকারীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। সেই থেকে হুমকি দেয়া মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।

অপহৃত ছাত্রের বাবা আজিজুর রহমান চুন্নু জানান, গত ১১ অক্টোবর তার ছোট পুত্র সৈকত স্কুলে যাওয়ার পথে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা তাকে অপহরণ করে। এ ঘটনায় গত ১৫ অক্টোবর গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তিনি আরো জানান, দীর্ঘদিনেও থানা পুলিশ তার পুত্রের কোন সন্ধান বের করতে পারেননি। মেধাবী ছাত্র সৈকতকে খুঁজে বের করার জন্য তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়