শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লেবাননকে ঘিরে সৌদি-ইসরাইল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি-কাশানি বলেছেন, লেবাননের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি বজায় থাকলে দেশটি নিয়ে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

তিনি শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় সৌদি আরব সফরে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন। ইমামি-কাশানি বলেন, এ ঘটনা প্রমাণ করে, মুসলিম দেশগুলোকে নিয়ে শত্রুদের ষড়যন্ত্রের শেষ নেই। এই মুহূর্তে তারা লেবাননকে টার্গেট করলেও আল্লাহ তায়ালার ইচ্ছায় লেবাননের জনগণ নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সে ষড়যন্ত্র সফল হতে দেয়নি।

তেহরানের জুমার নামাজের খতিব বর্তমান প্রেক্ষাপটে লেবাননের জনগণ বিশেষ করে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাদ হারিরি যদি লেবাননে ফিরে যান তাহলে তাকে সবাই সংবর্ধনা দেবে এবং এর মাধ্যমে আলে সৌদ সরকারের ষড়যন্ত্র নস্যাত হয়ে যাবে।

ইয়েমেনের নিরপরাধ জনগণের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসন প্রসঙ্গে আয়াতুল্লাহ ইমামি-কাশানি বলেন, আলে সৌদ সরকার এতটা নীচে নেমে গেছে যে, মুসলিম দেশগুলো আক্রমণের জন্য রিয়াদ এখন ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে সাহায্য গ্রহণ করছে। তিনি চলমান স্পর্শকাতর সময়ে শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে মুসলিম জাতিগুলোর প্রতি আহ্বান জানান।

খুতবার শেষাংশে  ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের কথা উল্লেখ করে এতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান আয়াতুল্লাহ ইমামি-কাশানি। তিনি বলেন,মার্কিন প্রেসিডেন্ট ইরানের ভূমিকম্প কবলিত ব্যক্তিদের সাহায্য না করার যে আহ্বান জানিয়েছেন তা এমন একটি নোংরা বাক্য যা তার মতো শয়তানের মুখ দিয়ে বের হয়েছে। তিনি বলেন, বিশ্ববাসীর দুর্ভাগ্য যে, এরকম একটি হীন ও নীচ লোক আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছে।-পার্সটুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়