শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৯:১৮ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতবস্ত্র ত্রাণ হিসেবে দেওয়ায় চট্টগ্রামে বেড়েছে কম্বলের চাহিদা

ফারমিনা তাসলিম: শীত মৌসুম শুরুর আগে চট্টগ্রামে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার। বন্দর নগরীর জহুর হকার্স মার্কেটে বেড়েছে ক্রেতাদের ভীড়। আগে ভাগে শুরু হয়েছে বেচাকেনা। এইবার শীতবস্ত্রের বড় একটা অংশ যাচ্ছে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে। ফলে বেড়েছে কম্বলের চাহিদা। সূত্র- যমুনা টিভি

রোহিঙ্গাদের দেয়ার জন্য জহুর হকার্স মার্কেট থেকে প্রতিদিন বিপুল পরিমাণ কম্বল যাচ্ছে কক্সবাজারের উখিয়ায়। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এইসব কম্বল নিয়ে যাচ্ছে ত্রাণ হিসেবে বিতরণের জন্য। ফলে শীত আসার আগেই বেড়েছে কম্বলের চাহিদা।

শীতবস্ত্র ব্যবসায়ীরা বলেন, রোহিঙ্গার যখন প্রথম দিকে বাংলাদেশে ঢুকেছে তখন তাদের জন্য প্রচুর পরিমাণ কম্বল নেওয়া হয়েছে। এই মার্কেট থেকে কমপক্ষে তিন লক্ষাধিক কম্বল রোহিঙ্গাদের কাছে গেছে।

বিক্রেতারা জানান, প্রতি বছর শীত মৌসুমে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার দরিদ্র মানুষের জন্য ত্রাণ হিসেবে শীতবস্ত্র কেনার তৎপরতা দেখা গেলেও এইবারের চিত্র ভিন্ন।

পাইকারি ব্যবসাও খুব কম। বিশেষ করে ত্রাণের মাল যাচ্ছে বেশি। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বেচা বিক্রি বাড়তে পারে বলে আশা করছে ব্যবসায়ীরা। এবার শীতবস্ত্রের আমদানি ও মজুদ পর্যাপ্ত বলেও জানান ব্যবসায়ীরা।

অন্যদিকে এখনও শীতের প্রভাব প্রবল না হওয়ায় শীতবস্ত্রের চাহিদা খুব কম বলে জানায় ক্রেতারা। শীত জেকে না বসলেও এরইমধ্যে শীতবস্ত্র কেনাবেচা শুরু হয়ে গেছে, এমনকি চাহিদাও পর্যাপ্ত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়