শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৬:১২ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ধাওয়া

প্রতিবেধক: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের হামলায় নিজেদের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদলকর্মীরা হলেন- মাহবুবুর রহমান ও কামরুল ইসলাম। তাঁরা শৈলকূপা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে সকালে শেখপাড়া বাজারে ইবি শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শেখপাড়া বাজার পার হয়ে ইবি থানা গেটের দিকে এলে সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উভয়ই ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

এ বিষয়ে ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের ভাষ্য, তাঁরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিলেন। সেই মিছিলে ছাত্রলীগের বাধায় তাঁদের দুই কর্মী আহত হয়েছেন। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

তবে এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল। আমরা তাদের প্রতিহত করেছি।’

মিছিলে অন্যদের মধ্যে ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু আলী, আনারুল ইসলাম, আহসান হাবিব, পারভেজ, শহিদুল, সাব্বির, রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: এনটিভি

সজিব খান/

  • সর্বশেষ
  • জনপ্রিয়