শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:১৩ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোর সুগার মিল ও নর্থ বেঙ্গল সুগার মিলে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এক যোগে মিল দুইটিতে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

নাটোর সুগার মিলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিফ অফ পারসোনাল (সিওপি) আবুল রফিক, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহ, জিএম (প্রশাসন) সৌমিত্র নারায়ন মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

নাটোর সুগার মিলে চলতি মৌসুমে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ৪০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে চলতি অর্থ বছরে (২০১৭-১৮) নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আড়াই লাখ টন আখ মাড়াই করে ১৮ হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫০ ভাগ।(সূত্র : জাগো নিউজ)

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব এবিএম আরশাদ হোসেন, প্রধান প্রকৌশলী হারেছ আলী, মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়