শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:১০ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক সময়ের নেশা আজ হয়েছে পেশা

সুভাষ সিংহ রায় : নির্বাচন একটা নেশা। যিনি নির্বাচন করেন এটা যেমন তার একটা নেশা, আবার যিনি নির্বাচনে ভোট দেন সেটাও একটা নেশা। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, বহু মানুষ তাদের জমি-জমা বিক্রি করে নির্বাচন করতে করতে নিঃস্ব হয়েছে। নির্বাচনের এই নেশা কখনো কখনো কিছু মানুষের ক্ষেত্রে পেশা হয়ে ওঠে। রাতের আধারে , দিনের আলোতে সকল সময় চলে এই পেশা। একই ব্যক্তি সকালে যাচ্ছে আওয়ামী লীগের কাছে, বিকালে যাচ্ছে বিএনপির কাছে। আশা একটা যদি পকেটে কিছু আসে।

 

একটা সময় রাজনীতি ছিল ত্যাগের মধ্যে সীমাবদ্ধ। জনগনের কল্যাণ করাই ছিল রাজনীতির একমাত্র লক্ষ্য। জনগন তাদের আশা-আকাঙ্খা রাজনীতিবিদদের চোখের মাঝে দেখতে পেতো। রাজনীতিবিদেরা জনগণের স্বপ্নের পতিনিধিত্ব করতো। রাজনীতিবিদ মানে জনগনের আশার স্তম্ভ ছিল। খুবই পরিতাপের বিষয় আজ তা কোথায় নেমে এসেছে। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে সাথে বালাদেশে রাজনীতির উল্টো পথে বইতে শুরু করে। সেই রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে রাজনীতি দিনে দিনে ভোগে পরিণত হয়েছে।

 

কিছু মানুষের কাছে রাজনীতি শুধুই পণ্য। রাজনীতির ব্যানারে তারা ব্যবসা করতে নেমেছে। আসলে তারা রাজনীতির নীতি বোঝে না। হয়তো তাদের নিজেদেরও নীতির অভাব। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশে ব্যবসায়িক রাজনীতর প্রচলন শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশে ব্যবসায়িক রাজনীতির প্রবর্তক জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছেন। আমাদের এই কলুষিত রাজনীতি থেকে মুক্তি পেতে হলে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতিতে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে।

পরিচিতি : সিনিয়র সাংবাদিক
মতামত গ্রহন : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়