শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৩:৫৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনে ভোটারদের কাছে টানতে হবে : আ.স.ম ফিরোজ

নিনা আফরিন,পটুয়াখালী : দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনে ভোটারদের কাছ টানতে হবে বলে মন্তব্য করেছে জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। তিনি বলেন উন্নয়নের এখন প্রধান অন্তরায় দুর্ণীতি।

নিজের দায়িত্বে সকল উন্নয়ণ প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, দুদকের কথা ভুলে গেলে চলবে না। আজকে সামান্য একটি ভুল কিংবা অবহেলার কারনে আগামী দিনে আপনাকে দুদকের কাঠগড়ায় যেন দাড়াতে না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে নির্দেশ প্রদান করেন তিনি। চীফ হুইপ শুক্রবার সন্ধ্যা ৬টায় পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

পটুয়াখালী জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটুর সভাপতিত্বে ও সদস্য অ্যাড. উজ্জল বসুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসেন এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশিদ, জেলা পরিষদ সদস্য আবু সামসুদ্দিন আবু মিয়া, মো. হারুন অর রশিদ, এস এম মোশারফ হোসেন,ইসরাত জাহান আসমা ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান ,প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমার ইকবাল,সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন সহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়