শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৩:৩২ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপন উপলক্ষে সমাবেশ আজ

হামিম আহসান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আজ আওয়ামী লীগের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে প্রস্তুত সোহওয়ার্দী উদ্যান। শুক্রবার মাঠ পরিদর্শন করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ অর্জন শুধু আওয়ামী লীগের নয় পুরো জাতির।

ইউনেস্কোর উপদেষ্টা কমিটি সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ধরনের দলিলকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

এমন গৌরবোজ্জ্বল অর্জনের স্বীকৃতিতে নগারিক কমিটির ব্যানারে আওয়ামী লীগ আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু এ জায়গাতে দাঁড়িয়েই জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন তার দিকনির্দেশনামূলক ভাষণ। এ সমাবেশ সফল করতে গঠিত হয়েছে নাগরিক কমিটি। এতে আছেন দেশবরেণ্য কবি-সাহিত্যিক-সাংবাদিক ও বুদ্ধিজীবীরা।

সমাবেশ থেকে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইউনিস্কোর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের হাতে ধন্যবাদসূচক পত্র তুলে দিবে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়