শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:১৪ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের পথে সৌদি আরব ছাড়লেন হারিরি

রাশিদ রিয়াজ : গত ৪ নভেম্বর সৌদি আরবে এসে লেবানেনের প্রধানমন্ত্রী সাদ হারিরি নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণার পর শেষ পর্যন্ত দেশে না ফিরে ফ্রান্স রওনা দিয়েছেন। বিবিসি বলছে সাদ হারিরি সৌদি আরব ত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভেস লি ড্রায়ানের সঙ্গে রিয়াদে সাদ হারিরির এক বৈঠক হয়। এরপর সৌদি আরবে জন্ম নেয়া সাদ হারিরি ফ্রান্সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। হারিরি একই সঙ্গে সৌদি আরবের নাগরিক। শনিবার বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকে্রাঁর সঙ্গে হারিরি সপরিবারে মিলিত হবেন।

তবে হারিরিকে আটক করে রাখা হয়েছে বলে লেবানন অভিযোগ করে। দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন হারিরিকে ফিরে আসার আহবান জানান। তবে হারিরি ও সৌদি আরব তাকে আটক করে রাখার কথা অস্বীকার করে। এক টুইটার বার্তায় হারিরি বলেন, তার সৌদি আরবে অবস্থানের লক্ষ্য হচ্ছে লেবাননের ভবিষ্যত ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করা। উল্লেখ্য একসময় লেবানন ফ্রান্সের অধীনে ছিল।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, হারিরি যদি ফ্রান্স থেকে কোনো কথা বলতে চান তাহলে তিনি মুক্ত হয়েই তা বলছেন মনে করব। তিনি বলেন এ সংকটের নিরসন হতে শুরু করেছে এবং ফ্রান্সে হারিরির যাত্রা তা প্রথম পদক্ষেপ। তবে তার পদত্যাগপত্র অবশ্যই জমা দিতে হবে এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত হারিরি ফ্রান্সে থাকতে পারেন।

হারিরির বাবা রফিক হারিরি লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০০৫ সালে এক গাড়ি বোমায় তিনি নিহত হন। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়