শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০১:৫৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে পাইপলাইন ফুটো হয়ে ২ লাখ গ্যালন তেল ছড়িয়ে পড়েছে

সজিব সরকার : যুক্তরাষ্ট্রের উত্তর ডেকোটায় কিস্টোন পাইপলাইন ফুটো হয়ে ২ লাখ ১০ হাজার গ্যালন তেল ছড়িয়ে পড়ার পর পাইপলাইনটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওই অঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অধিদপ্তরের এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার সকালে এ পাইপলাইনটি বন্ধ করে দেয়া হয়েছে। কর্মকর্তারা এমন ঘটনা ঘটার কারণ অনুসন্ধান করছেন।

পাইপলাইনটি পরিচালনা করে ট্রান্সকানডা কোম্পানী। কোম্পানি থেকে একটি বিবৃতিতে বলা হয়, পাইপলাইনটি ১৫ মিনিট ধরে ফুটো ছিল এবং যত দ্রæত সম্ভব এটি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। তবে, পাইপলাইন বন্ধ করে দেয়ার আগেই ৫ হাজার ব্যারেল (২ লাখ ২১ হাজার গ্যালন) তেল ছড়িয়ে পড়েছে।

এ পাইপলাইনটি কানাডা থেকে টেক্সাস পর্যন্ত বর্ধিত করার কথা আছে যেখানে পরবর্তীতেও পাইপলাইন ফুটো হয়ে যাওয়ার ভয় রয়েই যায়। এছাড়া এটি বর্ধিত করা হলে স্থানীয় এলাকায় পানি সরবরাহ ব্যহত হতে পারে এবং পরিবেশ উপর খারাপ প্রভাব পড়তে পারে। একারণে স্থানীয় আদিবাসীরা ওই পাইপলান প্রত্যাহারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।

পাইপলাইন বর্ধিত করলে পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকার কারণে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে এ কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু চলতি বছরের মার্চ মাসে পাইপলাইন বর্ধিত করার ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দেন। দ্য ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়