শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০১:২২ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা সিপিআইএমের

অনল রায় চৌধুরী, আগরতলা : ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচন পিছিয়ে যাবে বলে আশঙ্কা করছে শাসক দল সিপিআইএম। ত্রিপুরা সফরে আসা ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের কাছে যে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে সেখানেও একই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। বিজেপি যখন ভোটার তালিকা নিয়ে ব্যপক গড়মিলের অভিযোগ করছিলেন নির্বাচন কমিশনারের কাছে তখন সিপিআইএম সেই ভোটার তালিকার পক্ষে সওয়াল করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভার ভোট সম্পন্ন করতে দাবী জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল। তারা রাজ্যে এসেই একে একে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেছেন। প্রথমে তারা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তাদের সাথে বলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ গড়ে তোলার দাবী জানানো হয়েছে। তারপর তারা বিজেপির কর্মকর্তাদের সাথে কথা বলেন। বিজেপি'র পক্ষ থেকে এদিন হাজির হয়েছিলেন ডা. অশোক সিনহা। দলের পক্ষ থেকে কমিশনকে বলা হয়েছে ত্রিপুরার নির্বাচনকে যাতে অন্য রাজ্যের নির্বাচনের সাথে মিলিয়ে না দেখা হয়।

অশোক সিনহা জানিয়েছেন, ভোটার তালিকার একটি পৃষ্ঠা ধরে বলা হয়েছে। অন্তত ১৫ জনের নাম রয়েছে তালিকায় যাদের নামে কোনো কাগজপত্র নেই। এভাবে প্রচুর ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে। তাই আমাদের দাবী ভোটার তালিকার নিবিড় সংশোধনীয় ব্যবস্থা করে তবেই যেন নির্বাচন ঘোষণা করা হয়। এদিকে কমিশনের সাথে দেখা করে সিপিআইএমের পক্ষ থেকে চার পাতায় এক বিশাল স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে এবং তারা দাবী করে নির্দিষ্ট সময়ের মধ্যে যেন ভোট সম্পন্ন করা হয়।

এদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত জানার পরপরই কয়েকজন জেলা শাসক ও পুলিশ সুপার সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকদের নিয়ে আরো একটি বৈঠক করেছেন কমিশনের প্রতিনিধিরা। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট হলে পুলিশ এবং সাধারণ প্রশাসন কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে সে সব বিষয় নিয়ে আলোচনা করেছেন কমিশনের আধিকারিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়