শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেসে খেলেই জিতলো রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: দাপটের সঙ্গে বিপিএলের পঞ্চম আসর শুরু করা সিলেট সিক্সার্স দ্রুতই নিজেদের হারিয়ে ফেলেছে। চলতি ঢাকা পর্বে জয়ের মুখ দেখেনি তারা।
আজ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রাজশাহী কিংসের কাছে ¯্রফে উড়ে গেল নাসির হোসেনের দল। মুমিনুলের দুর্দান্ত ব্যাটিংয়ের পর জাকির হাসানের বিস্ফোরক হাফ সেঞ্চুরিতে ১৫ বল এবং ৭ উইকেট হাতে রেখেই আজ শুক্রবারের প্রথম ম্যাচ জিতে নিল ড্যারেন স্যামির দল।
সিলেটের দেওয়া ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী কিংস। মুমিনুল হক এবং রনি তালুকদার মিলে ৬৫ রানের উদ্বোধনী জুটি উপহার দেন। ২২ বলে ২৪ করা রনি নাসিরের বলে ক্যাচ দিলে ভাঙে এই জুটি। এরপর সামিট প্যাটেল মাত্র ১ রান করে নাবিল সামাদের শিকার হন। তবে অপর ওপেনার মুমিনুল দারুণ খেলছিলেন। আবুল হাসানের শিকার হওয়ার আগে তার সংগ্রহ ৩৬ বলে ৪২।
এতে তেমন কোনো সমস্যা হয়নি রাজশাহীর। মুশফিকুর রহিম এবং জাকির হাসান দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ২৬ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারিতে ৫১ রানে অপরাজিত থাকেন জাকির। আর ২০ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত ২৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৬ রান তোলে সিলেট সিক্সার্স। কিন্তু শুরুটা তাদের মসৃণ হয়নি। টুর্নামেন্টের শুরু থেকেই বড় ওপেনিং জুটি পেয়েছে সিলেট। তবে আজ দলীয় ১ রানেই মোহাম্মদ সামির বলে ফ্র্যাংকলিনের তালুবন্দি হন ফ্লেচার। অপর ওপেনার উপুল থারাঙ্গাও আজ বড় ইনিংস খেলতে পারেননি। ১৪ বলে ১০ রান করে তিনি মেহেদী মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে যান।
সিলেটের তৃতীয় উইকেটের পতন ঘটে উইলিয়ামেসের বলে। ১১ বলে ১০ রান করে মেহেদী মিরাজের হাতে ধরা পড়েন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অধিনায়ক নাসির হোসেনও আজ সুবিধা করতে পারেননি। ১১ বলে ৯ রান করে সামিট প্যাটেলের বলে বোল্ড হয়ে যান তিনি।
সতীর্থদের যাওয়া-আসার মাঝে একাই লড়ছিলেন দানুশকা গুনাথিলাকা। ৩৬ বলে ৪ বাউন্ডারি আর ২ ওভার বাউন্ডারিতে তার ৪০ রানের ইনিংসটি থামে ফ্র্যাংকলিনের বলে। ব্যর্থতার বোঝা টানতে টানতে আজ ঘুরে দাঁড়ান সাব্বির রহমান। ব্রেসনানের সঙ্গে জুটি বেঁধে শুরু করেন পাল্টা আক্রমণ। আউট হওয়ার আগে ২৬ বলে ১ বাউন্ডারি ৪ ওভার বাউন্ডারিতে ৪১ রান করেন। ব্রেসনান ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়