শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৭, ১০:১৪ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষ্ঠুরতম মাফিয়া বস সালভাতোর রিনা’র মৃত্যু

অরণ্য কাশ্যপ: ইতিহাসের নিষ্ঠুরতম মাফিয়া বসদের একজন সালভাতোর রিনা বৃহস্পতিবার বিকেলে মারা গেছেন। কারাবাসে থাকা রিনা বেশ কিছুদিন যাবত ক্যান্সার, হৃদরোগ এবং পারকিনসন রোগে ভুগছিলেন। পরিনামে ৮৭তম জন্মদিন পালনের পরের দিনই মারা গেলেন তিনি।

টোটো নামে পরিচিত, সালভাতোর রিনা ছিলেন ইতালির সিসিলি অঞ্চলের মাফিয়া প্রধান। নব্বইয়ের দশকে নির্মম খুনি হিসেবে ইতালি সহ বিশ্বজুড়ে ছিলেন ত্রাস। তার সন্ত্রাস রাজত্বকালে বহু নারী, শিশু, পুলিশ, বিচারক, প্রসিকিউটর এবং রাজনীতিবিদ খুন হয়।

রিনা ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন। সিসিলি প্রদেশের পালেরমো’তে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠেন তিনি। ১৯৫৮ সাল থেকে বন্ধু লুসিয়ানো লেজ্জিও এবং শ্যালক বার্নার্ডো প্রভেনজানো’র সঙ্গে হাজার হাজার হত্যাকান্ডের জন্য অভিযুক্ত হন তিনি।

একজন প্রাক্তন সহযোগী তার সম্পর্কে বলেন, ‘তিনি সুন্দর অভিব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তি। তিনি একটি মাফিয়া পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, কাউকে খুন করার পূর্বে তাকে খাবারের জন্য আমন্ত্রণ জানানো এবং তাকে খাওয়ানোর পর তাকে গলা কেটে মেরে ফেলা।’

আশি’র দশকে রিনা প্রায়ই হত্যাকাÐ ঘটিয়ে ইতালি’র প্রতিরক্ষা কর্মকর্তাদের ঘাম ছুটিয়ে দেন। ওই সময় মার্কিন প্রশাসন তাকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী, বিপজ্জনক এবং ভয়ঙ্কর অপরাধী’ হিসেবে চিহ্নিত করে। এছাড়াও তাকে ‘লা বেলভা’ বা পশু এবং ‘কাপো দে কাসি’ বা বসদের বস হিসেবে ডাকা হতো।

রিনা’কে কব্জা করার জন্য প্রসিকিউটর জিওভান্নি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনো সীমা পার করলে ১৯৯২ সালে উভয়কেই গাড়ী বোমা হামলা করে হত্যা করেন তিনি। পরবর্তী বছর ইতালি সরকার তাকে গ্রেফতার করে।

ওই সময় ১৫০ হত্যার অভিযোগে যাবজ্জিবন কারাদন্ড হয় তার। ২৪ বছর কারাবাসের পর থেমে গেলো তার জীবন। দ্য মিরর

  • সর্বশেষ
  • জনপ্রিয়