শিরোনাম

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৭, ০৫:১৪ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয় থেকে সন্তোষজনক জবাব উচিত

খালেকুজ্জামান : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নিয়ে টিআইবি যে রিপোর্টটি করেছে, এটি নিয়ে সরকারকে একটি জবাব দেওয়া উচিত। টিআইবির গবেষণা থেকে যে তথ্য বের হয়ে এসেছে, এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনতিবিলম্বে জনগণের উদ্দেশ্যে একটা সন্তোষজনক জবাব দেওয়া দরকার বলে আমি মনে করি। টিআইবি যে তথ্য দিয়েছে, সেটা সাধারণ মহলে বহুদিন থেকে আলোচিত হচ্ছে। নানা ধরনের সাম্প্রদায়িক শক্তির সাথে একটা রাজনৈতিক স্বার্থে শিক্ষাকে সাম্প্রদায়িকীকরণ করার, বহুরকমের দুর্নীতি, শিক্ষার মানের অবনমন, এই বিষয়গুলো নিয়ে বহুদিন থেকেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিছু কিছু ঘটনা পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে।

 

এখন টিআইবি যে কথাটি বলেছে, গবেষণা করে যে বিষয়টি উপস্থাপন করেছে, তাই নিয়ে শুধুমাত্র একটি নেতিবাচক কথা বলা নয়, সুনির্দিষ্টভাবে টিআইবির যে অভিযোগ সে অভিযোগ খ-ন করা এবং প্রকাশ্যে আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি, সরকার পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বা তথ্যভিত্তিক কোনো জবাব না দিয়ে ঢালাওভাবে অস্বীকার করার যে মনোভাব প্রদর্শন করে আসছে, সেটি সমীচিন বলে মনি করি না। যেভাবে সুনির্দিষ্টভাবে বিষয়গুলো এসেছে, আমরাও সুনির্দিষ্টভাবে তার জবাব আমরা আশা করি। দেশের মানুষকে আমরা সোচ্চার হওয়ার আহ্বান জানাই। শিক্ষাকে ধ্বংস করার, শিক্ষার মান অবনমন করার এবং শিক্ষাখাতে যে দুর্নীতি, অরাজকতা যা কিছু চলছে সেগুলো বন্ধ করার জন্য মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

 

পরিচিতি : রাজনীতিক
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা :

  • সর্বশেষ
  • জনপ্রিয়