শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৭, ০৪:৫১ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়

প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন : দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে লেবার পার্টি ছিল, আছে এবং থাকবে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ছিলেন তখনও মাওলানা মতিনের লেবার পার্টি তার সাথে ছিল, এখনও আছে। সেভাবেই কাজ করে যাচ্ছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রায়োরিটিকে গুরুত্ব দিয়ে বিশ দলীয় জোটের যে সিদ্ধান্ত হয়, সে অনুয়ায়ী আমরা মত দিয়ে থাকি, কাজে অগ্রসর হয়ে থাকি। বিএনপির নেত্রী যেভাবে আমাদেরকে সম্পৃক্ত করবেন, বিএনপির নেত্রী যেখানে যেভাবে সফর করবেন, আমাদের চেয়ারম্যান যাবেন, আর ওই এলাকার যে প্রধান আছেন তিনি যাবেন, আমরাও যাবো। তার ব্যানার, ফেষ্টুন এবং কিভাবে যাবেন এটা কেন্দ্রিয়ভাবে এখান থেকে নির্ধারিত হয় এবং সেই মোতাবেক আমরা কাজ করে থাকি।

 

সোহরাউয়ার্দি উদ্যানের সমাবেশ ও বক্তব্যে ২০ দলীয় জোটের শরকি দল হিসাবে উৎসাহ উদ্দিপনা আমাদের মধ্যেও আছে। যার কারণে বর্তমান সরকার তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে লেবার পার্টিকে ভাঙার একটা প্রচেষ্টা চালিয়েছিল, সেটাও সফল হয় নি। কিছু বিপথগামী লোক চেষ্টা চালিয়েছিল। তার মধ্যে আবার তারা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আমরা মনে করি যে, বিশ দলীয় জোটের যে সহিষ্ণুতা , যে আন্তরিকতা যে সাহসিকতা আছে, তারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে। আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হচ্ছে। এটা তারা সিদ্ধান্ত নিতে পারবে কি-না জানি না। যেহেতু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত এখনো নিতে পারে নাই, এজন্য এটা সিইসিও বলতে পারবে না। যে কমিশনার বলেছেন, হয়তো পার্সোনালি বলেছেন। তবে তারা চেষ্টা করছেন সমন্বয় করতে। এটা কতটুকু তারা করতে পারবে, জানি না। আমরা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাই।

 

একটা নিরপেক্ষ নির্বাচন জাতি চায়। খালেদা জিয়া বলেছেন যে, শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। আমরা সহায়ক সরকারের অধীনে নির্বাচন করবো। যে কর্মসূচী আসবে তার সাথে একাত্মতা ঘোষণা করবো এবং আমাদের নিজস্ব ওপিনিয়ন আছে আমরা তা ব্যক্ত করবো। বেগম খালেদা জিয়া ওপিনিয়ন চেয়েছেন। আমরাও ওপিনিয়ন দিয়েছি। নির্বাচনের প্রস্তুতির জন্য এখন দুই ধরনের প্রক্রিয়া আমরা চালাচ্ছি। একটা হল বর্তমান নির্বাচন কমিশনার নিবন্ধিকরণ একটা বিজ্ঞপ্তি দিয়েছেন। আমরা আমাদের দলকে একদিকে নিবন্ধিত করার প্রচেষ্টা চালাচ্ছি। সাথে সাথে আমরা কাকে কাকে প্রার্থী করবো সেগুলো সার্চ করছি।

 

পরিচিতি : ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ লেবার পার্টি
মতামত গ্রহণ : মোহাম্মদ আবদুল অদুদ
সম্পাদনা : আশিক রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়